অাকাশ জাতীয় ডেস্ক:
মালয়েশিয়া রাজধানী কুয়ালালামপুরের নিকটবর্তী বন্দর কন্সট্রাকশান সাইটে পুরনো বোমা বিস্ফোরণে এক বাংলাদেশি সহ নিহত হয়েছে ৩ জন। এক বিবৃতিতে ঠিকাদারী প্রতিষ্ঠান এমএমসি গোমুদা কিউএমআরটি এ তথ্য নিশ্চিত করেছে।
সিটি ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের মতে,বাকী দুজন শ্রমিকও দুর্ঘটনায় বেশ গুরুতর আঘাত পেয়েছে,তাদের পা হারানোর সম্ভাবনা বেশি। কন্সট্রাকশন সাইটে এমন ভয়াবহ বিস্ফোরণ সবাইকে ভাবিয়ে তুলেছে।
তদন্ত সম্পূর্ণরূপে সম্পন্ন হলে ঘটনাটির আসল কারণ জানা যাবে। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি পুরনো বোমা থেকে হয়েছে বলে মনে করা হচ্ছে।
কুয়ালালামপুর পুলিশ প্রধান কর্নেল দাতুক অমর সিং বোমার প্রমাণ পেয়েছেন কিন্তু তার ধরনটি বিস্তারিতভাবে উল্লেখ করেননি । এটি হঠাৎ বিস্ফোরিত হয় যখন সেখানে নির্মাণ কাজ চলছিল।
আকাশ নিউজ ডেস্ক 

























