ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি ভুয়া জরিপ ও মিথ্যা প্রচারণা দিয়ে রাজনৈতিক ইতিহাস বদলানো যাবে না : দুদু গণ-অভ্যুত্থানের নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে : তাজুল ইসলাম এক্সপেকটেশন যদি ১০ থাকে, অন্তত চার তো অর্জন করতে পেরেছি : আসিফ নজরুল দাবি আদায় না হলে সারারাত ইসি অবরুদ্ধ রাখবে ছাত্রদল নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব নতুন করে সুরক্ষিত হয়েছে চব্বিশে: তারেক রহমান গুলশানে একটি ভাড়া বাসা থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বড় দুঃসংবাদ

রাজধানীতে শিশু অধিকার সপ্তাহের অনুষ্ঠানমালা শুরু

অাকাশ জাতীয় ডেস্ক:

সুবিধাবঞ্চিত ও পথশিশু সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে রাজধানীতে আজ ‘শিশু অধিকার সপ্তাহ ২০১৭’ শুরু হয়েছে। এই সপ্তাহের এবারের শ্লোগান হচ্ছে ‘শিশু পেলে অধিকার, খুলবে নতুন বিশ্বদ্বার।’

শিশু সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, সুবিধাবঞ্চিত ও পথশিশুদের শিক্ষা, সংস্কৃতিসসহ নানা বিষয়ে মেধা বিকাশের জন্য বর্তমান সরকার খুবই আন্তরিক। এই কার্যক্রম বাস্তবায়নের জন্যই এই সপ্তাহের অনুষ্ঠানমালা শুরু হলো।

তিনি বলেন, সকল শিশুকে বর্তমান সরকার সাংস্কৃতিক, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টিসহ জাগতিক জীবনের সবক্ষেত্রে মেধাবী করে তোলার জন্য কাজ করছে। শিশুদের সমসুযোগ ও সমঅধিকার নিশ্চিত করার মধ্যদিয়ে জাতির সুন্দর ভবিষ্যত গড়ে তোলাই এক কার্যক্রমর মূল লক্ষ্য।

বাংলাদেশ শিশু একাডেমি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ‘পথশিশু পুনর্বাসন প্রকল্পের’ যৌথ উদ্যোগে আয়োজিত আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিশু একাডেমির চেয়ারম্যান কথাশিল্পী সেলিনা হোসেন, জগন্নাথ হলের প্রভোস্ট প্রফেসর অসীম সরকার, নায়ক ফেরদৌস আহমেদ, শিশু একাডেমির পরিচালক আনজির লিটন। স্বাগত বক্তব্য রাখেন ‘শিশু পুনর্বাসন প্রকল্পের পরিচালক ড. আবুল হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে পথশিশুদের অংশগ্রহণে আনন্দ অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ছিল উপস্থিত বক্তৃতা, সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নৃত্যানুষ্ঠান। সুবিধাবঞ্চিত ও পথশিশুরা এ সব পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করে। পরে পুরস্কার বিতরণ করা হয়। এই কার্যক্রম একই সাথে দেশের সকল জেলায় শিশু একাডেমির শাখাগুলোতে শুরু হয়েছে।

সেলিনা হোসেন বলেন, আজকের শিশুরাই আগামীদিনের পরিণত মানুষ। শিল্প-সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি-বিজ্ঞান সব ক্ষেত্রে আগামী বিশ্বকে নেতৃত্ব দেবে আজকের শিশুরাই। বাংলাদেশে সরকারও শিশু-বান্ধব সাংস্কৃতিক, সামাজিক ও বিজ্ঞানমনস্ক নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। এই কর্মসূচিতে সুবিধাবঞ্চিত শিশুদেরও সম্পৃক্ত করা হয়েছে, যা সময়োপযোগী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫০ বছর পর চাঁদের উদ্দেশে মানুষ পাঠানোর প্রস্তুতি শুরু

রাজধানীতে শিশু অধিকার সপ্তাহের অনুষ্ঠানমালা শুরু

আপডেট সময় ০৪:২৫:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

সুবিধাবঞ্চিত ও পথশিশু সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে রাজধানীতে আজ ‘শিশু অধিকার সপ্তাহ ২০১৭’ শুরু হয়েছে। এই সপ্তাহের এবারের শ্লোগান হচ্ছে ‘শিশু পেলে অধিকার, খুলবে নতুন বিশ্বদ্বার।’

শিশু সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, সুবিধাবঞ্চিত ও পথশিশুদের শিক্ষা, সংস্কৃতিসসহ নানা বিষয়ে মেধা বিকাশের জন্য বর্তমান সরকার খুবই আন্তরিক। এই কার্যক্রম বাস্তবায়নের জন্যই এই সপ্তাহের অনুষ্ঠানমালা শুরু হলো।

তিনি বলেন, সকল শিশুকে বর্তমান সরকার সাংস্কৃতিক, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টিসহ জাগতিক জীবনের সবক্ষেত্রে মেধাবী করে তোলার জন্য কাজ করছে। শিশুদের সমসুযোগ ও সমঅধিকার নিশ্চিত করার মধ্যদিয়ে জাতির সুন্দর ভবিষ্যত গড়ে তোলাই এক কার্যক্রমর মূল লক্ষ্য।

বাংলাদেশ শিশু একাডেমি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ‘পথশিশু পুনর্বাসন প্রকল্পের’ যৌথ উদ্যোগে আয়োজিত আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিশু একাডেমির চেয়ারম্যান কথাশিল্পী সেলিনা হোসেন, জগন্নাথ হলের প্রভোস্ট প্রফেসর অসীম সরকার, নায়ক ফেরদৌস আহমেদ, শিশু একাডেমির পরিচালক আনজির লিটন। স্বাগত বক্তব্য রাখেন ‘শিশু পুনর্বাসন প্রকল্পের পরিচালক ড. আবুল হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে পথশিশুদের অংশগ্রহণে আনন্দ অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ছিল উপস্থিত বক্তৃতা, সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নৃত্যানুষ্ঠান। সুবিধাবঞ্চিত ও পথশিশুরা এ সব পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করে। পরে পুরস্কার বিতরণ করা হয়। এই কার্যক্রম একই সাথে দেশের সকল জেলায় শিশু একাডেমির শাখাগুলোতে শুরু হয়েছে।

সেলিনা হোসেন বলেন, আজকের শিশুরাই আগামীদিনের পরিণত মানুষ। শিল্প-সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি-বিজ্ঞান সব ক্ষেত্রে আগামী বিশ্বকে নেতৃত্ব দেবে আজকের শিশুরাই। বাংলাদেশে সরকারও শিশু-বান্ধব সাংস্কৃতিক, সামাজিক ও বিজ্ঞানমনস্ক নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। এই কর্মসূচিতে সুবিধাবঞ্চিত শিশুদেরও সম্পৃক্ত করা হয়েছে, যা সময়োপযোগী।