অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার সকালে ইউ এস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান থেকে প্রায় চার কেজি ওজনের ৪০টি স্বর্ণবার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাইদুল ইসলাম জানান, সকালে মাসকট থেকে আসা ইউ এস বাংলা এয়ারলাইন্সের একটি বিমানের দুটি সিটের ভেতর থেকে স্কচটেপ মোড়ানো দুটি বান্ডিল উদ্ধার করা হয়। পরে সেগুলি খুলে প্রায় চার কেজি ওজনের ৪০ স্বর্ণবার পাওয়া যায়।
এছাড়া পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া স্বর্ণবারের আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৩২ লাখ টাকা।
আকাশ নিউজ ডেস্ক 

























