অাকাশ নিউজ ডেস্ক:
ফেং সুই-এর সঙ্গে আমরা কম বেশি সকলেই পরিচিত৷ ফেং সুই মূলত চিনা আর্ট৷ বাড়ির সাজসজ্জা বৃদ্ধি করার জন্যই ফেং সুইয়ের বিভিন্ন ফ্যাসানেবেল জিনিসপত্র দিয়ে ঘর সাজানো হয়৷ কিন্তু ফেং সুই থেকে বেরিয়ে আসে পজিটিভ এনার্জি৷ যা আপনাকে আপনার কাজের প্রতি আরও সচেতন করে তুলবে৷ আপনি যেমন ভাবে চান সেভাবেই আপনার মন মতনই চলবে আপনার জীবন৷ চিনের বাড়ির গৃহিনীরা তাদের নিজেদের বাড়িকে আরও বেশি আনন্দময় করে তোলার জন্য৷ তাহলে আপনিও একবার চোখ বুলিয়ে নিতেই পারেন এই সমস্ত ফেং সুই-এর বিশেষ জিনিস গুলির উপর৷ কে বলতে পারে এই সমস্ত জিনিসগুলি আপনার জীবনে সুখ শান্তি ফিরিয়ে আনতে পারবে কি না৷
১) কথিত আছে এই এলিফ্যান্ট ট্র্যাঙ্ক আপনার সৌভাগ্য ফিরিয়ে আনার চাবিকাঠি৷ একটি হাতির মূর্তি কিংবা একজোড়া হাতি আপনার বাড়ির সদর দরজার সামনে রেখে দিন আর দেখুন ম্যাজিকের মতন আপনার ভাগ্য কিভাবে সৌভাগ্যে রূপান্তরিত হয়৷ কথিত আছে, এলিফ্যান্ট ট্র্যাঙ্ক আপনার জীবনে সুখ শান্তি নিয়ে আসতে সক্ষম এবং জয় নিয়ে আসতেও সক্ষম৷
২) আপনার বেডরুমের দেওয়ালের রং এবং জিনিসপত্রের রং আপনার মেজাজ এবং আমোদ প্রমোদের উপর বিশাল প্রভাব ফেলে৷ সেক্ষেত্রে বাড়ির দেওয়ালের রং লাল করুন৷ তা আপনার মনে প্যাশন এবং শক্তির সঞ্চয় করবে৷ আপনি নতুন উদ্যমে কাজ শুরু করতে পারবেন৷ ঘরের দেওয়ালের রং লাল করার পাশাপাশি বাড়ির হলঘরটিতেও বেশ কিছু ফায়ার এলিমেন্ট রাখতে পারেন৷ আগুন সবসময়ই ধ্বংসাত্মক কিংবা নতুন কোনও কিছু সৃষ্টির লক্ষণ হতে পারে৷
৩) কই মাছ বাড়ির শোভা বাড়িয়ে তুলতে বিশেষ কার্যকরী৷ ফেং সুই-এ ‘২ কই ফিস’ চিহ্ন ভালবাসা এবং বিশ্বস্ততা বাড়িয়ে তোলার জন্য বিশেষ উপযোগী৷ কই মাছের শো পিস আপনার সম্পত্তি বৃদ্ধিতে সহায়তা করবে৷
৪) গাছ যেকোনও কিছুর জন্যই বিশেষ গুরুত্বপূর্ণ৷ ফেং সুই মতে, গাছ থেকে ফুল ছিড়ে নিলে সেটি ‘মৃতশক্তি’ হিসেবে বিবেচ্য হয়৷ অপরদিকে, গাছপালা পোঁতা নতুন জীবনের সূচনা করে৷
আকাশ নিউজ ডেস্ক 

























