অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
নাইজেরিয়ার পোর্ট হার র্কোট শহরের একটি মার্কেটে সোমবার স্থানীয় সময় ৪টায় বন্দুকধারীদের অতর্কিত হামলায় ১০জন নিহত হয়েছে। এ তথ্য প্রকাশ করেছে এএফপি।
মার্কেটের এক মাংস বিক্রেতার উদ্ধৃতি দিয়ে এএফপি জানিয়েছে, পোর্ট হার র্কোট শহরের এমগবোসিমিরি এলাকার একটি মাংসের বাজারে বিকেল ৪টায় এ ঘটনা ঘটে। এ সময় বাজারে ক্রেতাদের আনাগোনা ছিল বেশি।
রিভার্স রাজ্য পুলিশ গুলিবর্ষণের বিষয়টি নিশ্চিত করেছে। তবে কতজন হতাহত হয়েছে তা জানাতে অস্বীকার করেছে। নিহতদের বেশিরভাগই নারী।
আকাশ নিউজ ডেস্ক 
























