অাকাশ নিউজ ডেস্ক:
ক্যানবেরা: কি করে পৃথিবীতে সবার প্রথমে আবির্ভাব ঘটেছিল প্রাণীর, এই রহস্যেরই উদ্ঘাটন করলেন বৈজ্ঞানিকেরা৷ অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি-এর(এএনইউ) এক গবেষক জানান, মধ্য অস্ট্রেলিয়ার প্রাচীন সব প্রস্তরের পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় প্রাণীর আবির্ভাব প্রায় ৬৫কোটি বছর আগে শ্যাওলার আবির্ভাবের সঙ্গে সঙ্গেই হয়৷
এএনইউ-এর অ্যাসোসিয়েট প্রফেসর জোশেন ব্রোক্স জানান, এই সব প্রস্তরকে চূর্ণ বিচূর্ণ করে তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে৷ শ্যাওলার উৎপত্তির সঙ্গে সঙ্গেই পৃথিবীর পরিস্থিতি পরিবর্তিত হতে শুরু করে৷ তারপর থেকই ধীরে ধীরে অন্যান্য প্রাণী, মানুষ পৃথিবীর বুকে আসতে শুরু করে৷
তিনি আরও জানান, সবকিছু হওয়ার ৫০কোটি বছর আগে ‘স্নোবল আর্থ’ হয়৷ ৫০কোটি বছর পর্যন্ত পৃথিবী তুষারগোলক হিসেবে ছিল৷ বড় বড় হিমশৈলতে ভরে ছিল এই বিশ্ব৷ যখন বিশ্ব উষ্ণ হতে শুরু করল তখন ধীরে ধীরে বরফ গলে সমুদ্র সৃষ্টি হল৷ আর এই সামুদ্রিক পরিবেশই শ্যাওলার সৃষ্টিতে সাহায্য করে৷ গ্লোবাল ওয়ার্মিং-এর জন্যই এসব কিছু সম্ভব হয়৷
আকাশ নিউজ ডেস্ক 

























