ঢাকা ০৯:২১ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মীরজাফরদের ঠাঁই বিএনপিতে হবে না: আজহারুল ইসলাম মান্নান ইরানে ভয়াবহ বিস্ফোরণ মিডিয়ার প্রশংসা দেখে মনে হয় হাসিনার আমলে আছি: হাসনাত ডাল মে কুচ কালা হে, জামায়াতকে চরমোনাই পীর আগামী ১৬ মার্চে অস্কারে যাচ্ছেন বাংলাদেশি সাংবাদিক আল কাছির শুনলাম একটা দল নাকি ৪০ লাখ বোরকা বানাইসে: মির্জা আব্বাস মানুষ তার ওপরই ভরসা করে, যারা অতীতে পরীক্ষিত: তারেক রহমান এ নির্বাচন তাদের লড়াইয়ের ফসল যারা চব্বিশের গণঅভ্যুত্থানে রক্ত দিয়ে ফ্যাসিবাদকে তাড়িয়েছে:নাহিদ ভিন্ন ধারার রাজনীতি করা সম্ভব, প্রমাণ করতে চাই: তাসনিম জারা এবারের নির্বাচন নিয়মরক্ষার নয়, এটি জনগণের প্রত্যাশা রক্ষার দায়িত্ব : ইসি সানাউল্লাহ

কিংবদন্তি অভিনেত্রী ক্যাথরিন ও’হারা আর নেই

আকাশ বিনোদন ডেস্ক : 

কয়েক দশক ধরে কমেডি চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য পরিচিত এমি জয়ী অভিনেত্রী ক্যাথরিন ও’হারা শুক্রবার (৩০ জানুয়ারি) মারা গেছেন। ‘হোম অ্যালোন’-এ কেভিনের উদ্বিগ্ন মায়ের চরিত্রে কিংবা ‘শিটস ক্রিক’-এর আইকনিক ময়রা রোজ চরিত্রে তার অভিনয় দর্শকের মনে চিরস্থায়ী ছাপ রেখে গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

তার সংস্থা ক্রিয়েটিভ আর্টিস্টস এজেন্সি (সিএএ)-এর এক বিবৃতি অনুযায়ী, তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থতা ছিলেন। লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কানাডিয়ান বংশোদ্ভূত অভিনেত্রী। তবে মৃত্যুর বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

১৯৭০-এর দশকে টরন্টোর বিখ্যাত কমেডি মঞ্চ সেকেন্ড সিটি-তে ও’হারার ক্যারিয়ার শুরু হয়। সেখানেই ইউজিন লেভির সঙ্গে তার প্রথম কাজ, যিনি পরবর্তীতে আজীবন সহযোগী এবং ‘শিটস ক্রিক’-এ তার সহ-অভিনেতা ছিলেন। এই দুজনই জনপ্রিয় স্কেচ শো ‘এসসিটিভি’-এর মূল কাস্টের সদস্য ছিলেন, যা মার্টিন শর্ট ও আন্দ্রেয়া মার্টিনের মতো প্রখ্যাত কানাডিয়ান কৌতুক অভিনেতাদেরও ক্যারিয়ার গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

কমেডির পাশাপাশি অন্যান্য চরিত্রেও ও’হারা তার দক্ষতার প্রমাণ রেখেছেন। এইচবিওর ‘দ্য লাস্ট অব আস’-এ তার অভিনয় এই অভিনেত্রীকে এমি মনোনয়ন এনে দেয়। একই সঙ্গে ‘দ্য স্টুডিও’-তে হলিউড প্রযোজক হিসেবে তার সাম্প্রতিক অভিনয়ের কারণেও তিনি এমি মনোনয়ন পান।

ক্যাথরিন ও’হারা তার স্বামী বো ওয়েলচ এবং দুই পুত্র—ম্যাথিউ ও লুককে রেখে গেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিংবদন্তি অভিনেত্রী ক্যাথরিন ও’হারা আর নেই

আপডেট সময় ০৫:৪০:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

আকাশ বিনোদন ডেস্ক : 

কয়েক দশক ধরে কমেডি চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য পরিচিত এমি জয়ী অভিনেত্রী ক্যাথরিন ও’হারা শুক্রবার (৩০ জানুয়ারি) মারা গেছেন। ‘হোম অ্যালোন’-এ কেভিনের উদ্বিগ্ন মায়ের চরিত্রে কিংবা ‘শিটস ক্রিক’-এর আইকনিক ময়রা রোজ চরিত্রে তার অভিনয় দর্শকের মনে চিরস্থায়ী ছাপ রেখে গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

তার সংস্থা ক্রিয়েটিভ আর্টিস্টস এজেন্সি (সিএএ)-এর এক বিবৃতি অনুযায়ী, তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থতা ছিলেন। লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কানাডিয়ান বংশোদ্ভূত অভিনেত্রী। তবে মৃত্যুর বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

১৯৭০-এর দশকে টরন্টোর বিখ্যাত কমেডি মঞ্চ সেকেন্ড সিটি-তে ও’হারার ক্যারিয়ার শুরু হয়। সেখানেই ইউজিন লেভির সঙ্গে তার প্রথম কাজ, যিনি পরবর্তীতে আজীবন সহযোগী এবং ‘শিটস ক্রিক’-এ তার সহ-অভিনেতা ছিলেন। এই দুজনই জনপ্রিয় স্কেচ শো ‘এসসিটিভি’-এর মূল কাস্টের সদস্য ছিলেন, যা মার্টিন শর্ট ও আন্দ্রেয়া মার্টিনের মতো প্রখ্যাত কানাডিয়ান কৌতুক অভিনেতাদেরও ক্যারিয়ার গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

কমেডির পাশাপাশি অন্যান্য চরিত্রেও ও’হারা তার দক্ষতার প্রমাণ রেখেছেন। এইচবিওর ‘দ্য লাস্ট অব আস’-এ তার অভিনয় এই অভিনেত্রীকে এমি মনোনয়ন এনে দেয়। একই সঙ্গে ‘দ্য স্টুডিও’-তে হলিউড প্রযোজক হিসেবে তার সাম্প্রতিক অভিনয়ের কারণেও তিনি এমি মনোনয়ন পান।

ক্যাথরিন ও’হারা তার স্বামী বো ওয়েলচ এবং দুই পুত্র—ম্যাথিউ ও লুককে রেখে গেছেন।