আকাশ স্পোর্টস ডেস্ক :
মাঠে প্রবেশের ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের নতুন নির্দেশনা দিল বিসিবি। আজ শনিবার এক প্রেস বিজ্ঞপ্তি নতুন নির্দেশনা প্রকাশ করে বিসিবি।
নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণমাধ্যমকর্মীদের কাজই মাঠে, ঘাটে, পথে, প্রান্তরে ছুটে বেড়ানো, খবরের খোঁজে। খবরের সাথে আরও যা যা কিছু সম্পৃক্ত সেসবের খোঁজে। তবে এবার নিরাপত্তা শঙ্কা থেকে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমকর্মীদের প্রবেশে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। গণমাধ্যমকর্মীদের ১ নম্বর গেইট দিয়ে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে কেবল ম্যাচ ডে, আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স (সংবাদ সম্মেলন), বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে এমন কোনো অনুষ্ঠান, বিসিবির আগে থেকে জানানো কোনো ট্রেনিং সেশন বা প্র্যাকটিস সেশন। কেবল এসব কাভার করতেই স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন গণমাধ্যমকর্মীরা।
স্টেডিয়াম এবং বিসিবির অফিসে নিরাপত্তা সংক্রান্ত সব বিধিনিষেধ সঠিকভাবে মেনে চলার ক্ষেত্রে সবার সহযোগিতাও চাওয়া হয়েছে বিসিবির পক্ষ থেকে। এখন থেকে গণমাধ্যমকর্মীরা চাইলেই আর স্টেডিয়ামে ঢুকে কাজ করতে পারবেন না। বিসিবির নির্দেশনা মেনেই করতে হবে সবকিছু। এই নতুন নির্দেশনা এখন থেকেই বজায় থাকবে।
বিশ্বকাপ না খেলায় আপাতত মাঠে খেলা নেই বাংলাদেশ জাতীয় দলের। সামনে মাঠে খেলা ফিরবে বিশ্বকাপের পর, পাকিস্তান সিরিজে। এর আগে দেশি ক্রিকেটারদের নিয়ে একটি টুর্নামেন্ট আয়োজনের কথা জানানো হয়েছিল যদিও, আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।
আকাশ নিউজ ডেস্ক 



















