ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শুনলাম একটা দল নাকি ৪০ লাখ বোরকা বানাইসে: মির্জা আব্বাস মানুষ তার ওপরই ভরসা করে, যারা অতীতে পরীক্ষিত: তারেক রহমান এ নির্বাচন তাদের লড়াইয়ের ফসল যারা চব্বিশের গণঅভ্যুত্থানে রক্ত দিয়ে ফ্যাসিবাদকে তাড়িয়েছে:নাহিদ ভিন্ন ধারার রাজনীতি করা সম্ভব, প্রমাণ করতে চাই: তাসনিম জারা এবারের নির্বাচন নিয়মরক্ষার নয়, এটি জনগণের প্রত্যাশা রক্ষার দায়িত্ব : ইসি সানাউল্লাহ গুম ‘মৃত্যুর চেয়েও ভয়াবহ’: বিচারপতি মঈনুল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে ধানের শীষকে বিজয়ী করতে হবে: সালাহউদ্দিন ভুটানকে ১২ গোলে উড়িয়ে সাফে দারুণ শুরু বাংলাদেশের ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২৭ তিন মাসের মাথায় ফের ‘শাটডাউনে’ মার্কিন সরকার

মানুষ তার ওপরই ভরসা করে, যারা অতীতে পরীক্ষিত: তারেক রহমান

আকাশ জাতীয় ডেস্ক : 

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘মানুষ তার ওপরই ভরসা করে, যারা অতীতে পরীক্ষিত এবং বাস্তবে ভরসার যোগ্য।’ তিনি বলেন, ‘করব কাজ, গড়ব দেশ- সবার আগে বাংলাদেশ’ এই স্লোগান বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

শনিবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের যমুনার পশ্চিম পাড়ে বিসিক শিল্প পার্ক নগরীর মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, নির্বাচনের আগে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা বা ষড়যন্ত্র থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। যারা গত ১৬ বছরে জনগণের পাশে ছিল না, যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে- তাদের সঙ্গে ছিল তলেতলে। তারা নতুন করে ষড়যন্ত্রে যুক্ত হচ্ছে। তাদের বিষয়ে জনগণকে সচেতন থাকতে হবে।

তিনি বলেন, গত ১৫-১৬ বছরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। আন্দোলনে অনেক পরিবার প্রিয়জন হারিয়েছেন।আপনারা আন্দোলন করেছেন, ত্যাগ স্বীকার করেছেন। এখন সময় ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার।

কৃষি খাত প্রসঙ্গে তারেক রহমান বলেন, বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। কৃষিনির্ভর শিল্প গড়ে তুলে কৃষকদের পাশে দাঁড়াতে চায় বিএনপি। কৃষকরা যেন ঘরে বসেই সার, বীজ ও কীটনাশক পেতে পারেন, সে জন্য আলাদা কৃষি সহায়তা কার্ড চালুর পরিকল্পনার কথা জানান তিনি।

তাঁত শিল্প প্রসঙ্গে তিনি বলেন, সিরাজগঞ্জের তাঁত শিল্প দেশ-বিদেশে সুপরিচিত। প্রয়োজনীয় উপকরণ ও সহায়তা দিয়ে এই শিল্পকে সঠিকভাবে শিল্পায়নের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে।

নারী শিক্ষার বিষয়ে তিনি বলেন, নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের আর্থিক ক্ষমতায়ন নিশ্চিত করার কথাও জানান তিনি।

তরুণ ও যুব সমাজ প্রসঙ্গে তারেক রহমান বলেন, তারা বর্তমানে অবহেলিত। দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করা হবে, যাতে তারা বিদেশে গিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি দেশের সুনাম বয়ে আনতে পারে।

তিনি বলেন, ‘এই লক্ষ্য বাস্তবায়ন তখনই সম্ভব হবে, যদি আগামী ১২ তারিখে আপনারা ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করেন। শুধু বক্তব্য শুনলেই হবে না- ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে।

জনসভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি বেগম রোমানা মাহমুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

এতে আরও বক্তব্য দেন ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিম রেজা, ড. এম. এ. মুহিত, এম. আকবর আলী, আমিরুল ইসলাম খান আলীম, পাবনার শামসুর রহমান, এ কে এম সেলিম রেজা হাবিব, হাসান জাকির তুহিন এবং শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।

সভা শেষে তারেক রহমান ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান সিরাজগঞ্জ ও পাবনার বিএনপির মনোনীত সকল প্রার্থীদের। তারা হলেন- সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদরের একাংশ): সেলিম রেজা, সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ): ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ): মো. আয়নুল হক, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া): এম. আকবর আলী, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী): মো. আমিরুল ইসলাম খান আলীম, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর): ড. এম. এ. মুহিত, পাবনা-১: মো. শামসুর রহমান, পাবনা-২: এ কে এম সেলিম রেজা হাবিব, পাবনা-৩: হাসান জাকির তুহিন, পাবনা-৪: হাবিবুর রহমান হাবিব, ও পাবনা-৫: শামসুর রহমান শিমুল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধবিরতির মধ্যে গাজায় হামলা চালিয়ে ছয় শিশুসহ ১৯ জনকে হত্যা

মানুষ তার ওপরই ভরসা করে, যারা অতীতে পরীক্ষিত: তারেক রহমান

আপডেট সময় ০৬:০০:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

আকাশ জাতীয় ডেস্ক : 

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘মানুষ তার ওপরই ভরসা করে, যারা অতীতে পরীক্ষিত এবং বাস্তবে ভরসার যোগ্য।’ তিনি বলেন, ‘করব কাজ, গড়ব দেশ- সবার আগে বাংলাদেশ’ এই স্লোগান বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

শনিবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের যমুনার পশ্চিম পাড়ে বিসিক শিল্প পার্ক নগরীর মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, নির্বাচনের আগে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা বা ষড়যন্ত্র থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। যারা গত ১৬ বছরে জনগণের পাশে ছিল না, যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে- তাদের সঙ্গে ছিল তলেতলে। তারা নতুন করে ষড়যন্ত্রে যুক্ত হচ্ছে। তাদের বিষয়ে জনগণকে সচেতন থাকতে হবে।

তিনি বলেন, গত ১৫-১৬ বছরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। আন্দোলনে অনেক পরিবার প্রিয়জন হারিয়েছেন।আপনারা আন্দোলন করেছেন, ত্যাগ স্বীকার করেছেন। এখন সময় ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার।

কৃষি খাত প্রসঙ্গে তারেক রহমান বলেন, বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। কৃষিনির্ভর শিল্প গড়ে তুলে কৃষকদের পাশে দাঁড়াতে চায় বিএনপি। কৃষকরা যেন ঘরে বসেই সার, বীজ ও কীটনাশক পেতে পারেন, সে জন্য আলাদা কৃষি সহায়তা কার্ড চালুর পরিকল্পনার কথা জানান তিনি।

তাঁত শিল্প প্রসঙ্গে তিনি বলেন, সিরাজগঞ্জের তাঁত শিল্প দেশ-বিদেশে সুপরিচিত। প্রয়োজনীয় উপকরণ ও সহায়তা দিয়ে এই শিল্পকে সঠিকভাবে শিল্পায়নের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে।

নারী শিক্ষার বিষয়ে তিনি বলেন, নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের আর্থিক ক্ষমতায়ন নিশ্চিত করার কথাও জানান তিনি।

তরুণ ও যুব সমাজ প্রসঙ্গে তারেক রহমান বলেন, তারা বর্তমানে অবহেলিত। দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করা হবে, যাতে তারা বিদেশে গিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি দেশের সুনাম বয়ে আনতে পারে।

তিনি বলেন, ‘এই লক্ষ্য বাস্তবায়ন তখনই সম্ভব হবে, যদি আগামী ১২ তারিখে আপনারা ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করেন। শুধু বক্তব্য শুনলেই হবে না- ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে।

জনসভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি বেগম রোমানা মাহমুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

এতে আরও বক্তব্য দেন ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিম রেজা, ড. এম. এ. মুহিত, এম. আকবর আলী, আমিরুল ইসলাম খান আলীম, পাবনার শামসুর রহমান, এ কে এম সেলিম রেজা হাবিব, হাসান জাকির তুহিন এবং শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।

সভা শেষে তারেক রহমান ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান সিরাজগঞ্জ ও পাবনার বিএনপির মনোনীত সকল প্রার্থীদের। তারা হলেন- সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদরের একাংশ): সেলিম রেজা, সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ): ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ): মো. আয়নুল হক, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া): এম. আকবর আলী, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী): মো. আমিরুল ইসলাম খান আলীম, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর): ড. এম. এ. মুহিত, পাবনা-১: মো. শামসুর রহমান, পাবনা-২: এ কে এম সেলিম রেজা হাবিব, পাবনা-৩: হাসান জাকির তুহিন, পাবনা-৪: হাবিবুর রহমান হাবিব, ও পাবনা-৫: শামসুর রহমান শিমুল।