আকাশ বিনোদন ডেস্ক :
বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন নীরবতার আড়াল ভেঙে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন । পর্দার শক্তিশালী উপস্থিতি আর স্পষ্টভাষী মন্তব্যে যিনি বরাবরই আলো ছড়ান, সেই অভিনেত্রী এবার শিরোনামে ব্যক্তিজীবনের এক গোপন অধ্যায় নিয়ে।
একা থাকার অধ্যায় নাকি শেষ—প্রেম করছেন বাঁধন। তবে কে সেই মানুষ, যার হাত ধরে নতুন পথে হাঁটছেন অভিনেত্রী, সে রহস্য আপাতত রেখে দিলেন নিজের কাছেই। সম্প্রতি একটি পডকাস্টে এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ খোলামেলা কথা বলেছেন আজমেরী হক বাঁধন।
আপনি কি এখন আর একা নন, নতুন মানুষের জীবনে প্রবেশ ঘটেছে— এমন প্রশ্নের উত্তরে বাঁধন বলেন, আমি প্রেম করছি। তবে কার সঙ্গে করছি, সেটি এখনই বলতে পারছি না—নিষেধ আছে। তা না হলে সবই বলে দিতে পারতাম। কারণ আমি ব্যক্তিজীবন নিয়ে লুকোচুরি করতে পছন্দ করি না।
অভিনয়ে আরও বেশি মনোযোগী হতে চান বলে জানিয়েছেন বাঁধন। সামনে পর্দায় নিজেকে আরও ভাঙতে চান তিনি। চরিত্রনির্ভর কাজগুলোতে অভিনয়ের সুযোগ এলে নিজের সর্বোচ্চটা দিতে চান এ অভিনেত্রী।
উল্লেখ্য, অভিনেত্রী আজমেরী হক বাঁধন বর্তমানে ব্যস্ত আছেন তার নতুন একটি সিনেমা নিয়ে। পরিচালক তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় তাকে দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। এ সিনেমার চিত্রনাট্য লিখেছেন সায়মুল ও স্বাধীন। এ ছাড়া তার অভিনীত রেজওয়ান শাহরিয়ার পরিচালিত ‘মাস্টার’ সিনেমাটি রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে। সেখানে সিনেমাটি আগামী ২, ৪ ও ৭ ফেব্রুয়ারি প্রদর্শিত হবে।
আকাশ নিউজ ডেস্ক 
























