ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘অভিনয়টা ঠিকঠাক হলে অন্য কিছুর দরকার নেই’:স্বস্তিকা মুখার্জি

আকাশ বিনোদন ডেস্ক :

নিজের অভিনয় দক্ষতা আর স্পষ্টবাদিতার জন্য আলোচনায় থাকেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। অভিনয়ের পাশাপাশি ইন্ডাস্ট্রির নানা অসংগতি নিয়ে খোলাখুলি কথা বলতে পিছপা হন না তিনি।

সম্প্রতি নতুন একটি প্রজেক্ট প্রসঙ্গে কথা বলতে গিয়ে স্বস্তিকা তুলে ধরেন বিনোদন জগতের অন্ধকার দিক, পাশাপাশি প্রকাশ করেন নিজের দীর্ঘ ক্যারিয়ারে এক ধরনের আক্ষেপের কথা।

স্বস্তিকা বলেন, ‘অভিনয় যদি ঠিক থাকে, তাহলে জনপ্রিয়তার অঙ্ক কষা বা অন্য কোনো সমীকরণের প্রয়োজন পড়ে না।’ নতুন প্রজেক্টের কথা জানিয়ে স্বস্তিকা বলেন, ‘এই ধরনের চরিত্রে এতদিন আমাকে কেউ ভাবেনি। আমি যে শুধু কথার কথা বলি না, সেটা হয়তো এতদিনে সবাই বুঝে গেছেন।’

সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার দেখে ছবিতে কাস্টিং করার প্রবণতার তীব্র সমালোচনা করেন এই অভিনেত্রী। তার মতে, এই প্রবণতা অভিনয়ের মানকে প্রশ্নবিদ্ধ করছে।

স্বস্তিকা বলেন, ‘আমি পরিচালককে বলেছি, সোশ্যাল মিডিয়ার ফলোয়ার দেখে যদি বাকি চরিত্রগুলো নির্বাচন করা হয়, তাহলে আমি এই কাজটা করব না।’ নিজের অবস্থানে অনড় থেকে তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, ওরা সেটা বুঝতে পেরেছে। আমার কাছ থেকে যদি ওরা মাটিতে পা দিয়ে চলার শিক্ষা নিতে পারে, সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড় নিয়োগ দিচ্ছে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

‘অভিনয়টা ঠিকঠাক হলে অন্য কিছুর দরকার নেই’:স্বস্তিকা মুখার্জি

আপডেট সময় ০৭:১৪:২২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

আকাশ বিনোদন ডেস্ক :

নিজের অভিনয় দক্ষতা আর স্পষ্টবাদিতার জন্য আলোচনায় থাকেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। অভিনয়ের পাশাপাশি ইন্ডাস্ট্রির নানা অসংগতি নিয়ে খোলাখুলি কথা বলতে পিছপা হন না তিনি।

সম্প্রতি নতুন একটি প্রজেক্ট প্রসঙ্গে কথা বলতে গিয়ে স্বস্তিকা তুলে ধরেন বিনোদন জগতের অন্ধকার দিক, পাশাপাশি প্রকাশ করেন নিজের দীর্ঘ ক্যারিয়ারে এক ধরনের আক্ষেপের কথা।

স্বস্তিকা বলেন, ‘অভিনয় যদি ঠিক থাকে, তাহলে জনপ্রিয়তার অঙ্ক কষা বা অন্য কোনো সমীকরণের প্রয়োজন পড়ে না।’ নতুন প্রজেক্টের কথা জানিয়ে স্বস্তিকা বলেন, ‘এই ধরনের চরিত্রে এতদিন আমাকে কেউ ভাবেনি। আমি যে শুধু কথার কথা বলি না, সেটা হয়তো এতদিনে সবাই বুঝে গেছেন।’

সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার দেখে ছবিতে কাস্টিং করার প্রবণতার তীব্র সমালোচনা করেন এই অভিনেত্রী। তার মতে, এই প্রবণতা অভিনয়ের মানকে প্রশ্নবিদ্ধ করছে।

স্বস্তিকা বলেন, ‘আমি পরিচালককে বলেছি, সোশ্যাল মিডিয়ার ফলোয়ার দেখে যদি বাকি চরিত্রগুলো নির্বাচন করা হয়, তাহলে আমি এই কাজটা করব না।’ নিজের অবস্থানে অনড় থেকে তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, ওরা সেটা বুঝতে পেরেছে। আমার কাছ থেকে যদি ওরা মাটিতে পা দিয়ে চলার শিক্ষা নিতে পারে, সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।’