আকাশ জাতীয় ডেস্ক :
চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুরে নিখোঁজের পাঁচদিন পর রাজু মিয়া (১৯) নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড়ের খনখাইয়া খালে ওই তরুণের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ লাশ উদ্ধার করেন। নিহত রাজু ওই এলাকার আব্দুল হাদী মুন্সির বাড়ির কবির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানা যায়, রাজু প্রেমের সম্পর্কে তুসি নামের এক প্রতিবেশী তরুণীকে পালিয়ে বিয়ে করেন, পরে গত ২১ জানুয়ারি বিকেলে উভয় পরিবারের মতের ভিত্তিতে সামাজিক বৈঠকের মাধ্যমে তা সমাধান হয়। বিকেলে সমাধান হলেও রাতে নিখোঁজ হন রাজু মিয়া। পরে ২২ জানুয়ারি রাজু মিয়ার বাবা বাদী হয়ে ফটিকছড়ি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলায় তিনি ওই তরুণীর (তুসি) বোনজামাই ফিরোজ আহমেদকে প্রধান আসামিকরে সুনির্দিষ্ট ছয়জন ও অজ্ঞাত ৫-৬জনকে বিবাদী করেন।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, সেদিনের বৈঠকে মানামানি হলেও মেয়ের বোনজামাই ফিরোজ আহমেদ তা মানতে পারেনি। পরে ২১ জানুয়ারি রাতে অভিযুক্ত ফিরোজ নিহত রাজুকে ঘর থেকে ডেকে এনে অভিযোগে উল্লিখিত অপারাপর বিবাদীদের সহযোগিতায় রাজুকে অপহরণ করেন। এর পাঁচদিন পর রাজুর লাশ পাওয়া যায় খালে।
ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
আকাশ নিউজ ডেস্ক 




















