আকাশ স্পোর্টস ডেস্ক:
আগামী বছর রাশিয়ায় অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপের চূড়ান্তপর্বে ওঠেছে মিশর| ১৯৯০ সালের পর এবারই প্রথম বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলার যোগ্যতা অর্জন করল তারা। যোগ করা সময়ে পেনাল্টি থেকে মাহাম্মেদ সালাহের গোলে কঙ্গোর বিপক্ষে নাটকীয় জয়ে এই গৌরব অর্জন করে মিশর।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে সালাহের গোলে এগিয়ে যায় মিশর। তবে খেলার ২ মিনিট বাকি থাকতেই আরনল্ড বুকার গোলে সমতা ফেরায় কঙ্গো। এতে ৮৫ হাজার দর্শকের স্টেডিয়ামে নেমে আসে নিরবতা। তবে যোগ করা সমযে পেনাল্টি থেকে সালাহের আরেক গোলে ফিরে আসে উচ্ছ্বাস। মিশর ম্যাচ জিতে নেয় ২-১ ব্যবধানে।

সাতবারের আফ্রিকান চ্যাম্পিয়ন মিশর তৃতীয়বারের মতো বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলার সুযোগ পেল। ১৯৩৪ সালে প্রথম বিশ্বকাপের চূড়ান্তপর্ব খেলে মিশর। তবে ১৯৯০ সালের পর আর সুযোগ হয়নি মর্যাদার এই লড়াইয়ে অংশ নেওয়ার।
আকাশ নিউজ ডেস্ক 
























