অাকাশ জাতীয় ডেস্ক:
কুষ্টিয়ার শহরতলীর চৌড়হাসে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম (৩৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। আজ রোববার ভোরে চৌড়হাস ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম আলামপুর ইউনিয়নের দহকোলা গ্রামের ইবাদতের ছেলে।
পুলিশ জানায়, ভোরে সাইফুল মোটরসাইকেল নিয়ে কুষ্টিয়া আসছিল এ সময় চৌড়হাসে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে সে ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্ত জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
আকাশ নিউজ ডেস্ক 
























