ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাগেরহাটে প্রার্থিতা প্রত্যাহার করলেন মামুনুল হক ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন পোস্টাল ভোট সফল করতে পারলে বাংলাদেশের নাম ওয়ার্ল্ড হিস্ট্রিতে থাকবে: সিইসি ঢাকায় ফ্ল্যাট পাচ্ছে ওসমান হাদির পরিবার ইসির আচরণ ও কর্মকাণ্ড সন্দেহজনক : রিজভী নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে: প্রধান উপদেষ্টা ‘না’ ভোট দেওয়া মানেই স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো: শারমীন মুরশিদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে: তারেক রহমান

২৬ ফেব্রুয়ারি বিজয়ের সঙ্গে বিয়ে, মুখ খুললেন রাশমিকা

আকাশ বিনোদন ডেস্ক : 

দক্ষিণী সুপারস্টার বিজয় দেবরকোণ্ডা ও রাশমিকা মান্দানা পর্দায় যেমন, বাস্তব জীবনেও তেমনই দর্শকদের হৃদয় জয় করে নিয়েছেন। সম্প্রতি গোপনে বাগদান সেরে ফেলেছেন—এমন খবর ছড়িয়ে পড়তেই আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এই জুটি।

ভারতীয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২৫ সালের অক্টোবর মাসে ব্যক্তিগতভাবে আংটি বদল করেছেন তারা। এরপর থেকেই তাদের বিয়ে নিয়ে জোর গুঞ্জন শুরু হয়।

শোনা যাচ্ছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে তাদের বিয়ের অনুষ্ঠান। এই পরিস্থিতিতে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে মুখ খুলেছেন রাশমিকা।

সাম্প্রতিক এক আলাপচারিতায় রাশমিকাকে তার কথিত প্রেমিক বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে আসন্ন বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। গুঞ্জনের জবাবে রাশমিকা বলেন, গত চার বছর ধরেই এই ধরনের আলোচনা চলছে এবং মানুষ একই প্রশ্ন বারবার করে যাচ্ছে। তবে তিনি স্পষ্ট করে জানান, বিষয়টি নিয়ে কথা বলার সময় এলে তবেই তারা মুখ খুলবেন।

রাশমিকার ভাষ্যমতে, ‘এই গুঞ্জন তো চার বছর ধরেই চলছে, তাই না? মানুষ একই প্রশ্ন বার বার করে যাচ্ছে, তেমনই সুখবরের জন্য অপেক্ষা করছে। কিন্তু আমি তখনই এই বিষয় নিয়ে কথা বলব, যখন সত্যি কথা বলার মতো সময় আসবে।’

ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, সব ঠিকঠাক থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি ভারতের রাজস্থানের উদয়পুরের একটি প্রাসাদে বিয়ের আয়োজন হতে পারে।

২০২৫ সালের ডিসেম্বরে দম্পতির ঘনিষ্ঠ এক সূত্র হিন্দুস্তান টাইমসকে জানিয়েছিল, আগামী ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের একটি রাজপ্রাসাদে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন।

সূত্র আরও জানায়, বাগদানের মতোই বিয়ের অনুষ্ঠানও হবে ঘরোয়া, যেখানে উপস্থিত থাকবেন কেবল পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা।

তবে এই গুঞ্জনের মাঝেই হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে রাশমিকা জানান, তিনি এখনই বিয়ে নিয়ে কোনো কিছু নিশ্চিত বা অস্বীকার করতে চান না। অভিনেত্রীর ভাষ্যমতে, ‘আমি বিয়ে নিয়ে কিছু নিশ্চিত বা অস্বীকার করতে চাই না। শুধু এটুকুই বলব—যখন বলার সময় আসবে, তখনই বলা হবে।’

প্রসঙ্গত, বাগদানের গুঞ্জনের পর বিজয় ও রাশমিকার আঙুলে দেখা গিয়েছে আংটি। সেই আংটি নিয়ে প্রশ্নের কোনো জবাব না দিলেও, আড়ালও করেননি। সাধারণ মানুষের চোখে ধুলো দিতে পারলেও পাপারাৎজিদের হাত থেকে রক্ষা পাননি বিজয় ও রাশমিকা। এবার তাদের বিয়ের অপেক্ষায় অনুরাগীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ ফেব্রুয়ারি বিজয়ের সঙ্গে বিয়ে, মুখ খুললেন রাশমিকা

আপডেট সময় ০৭:৪৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

আকাশ বিনোদন ডেস্ক : 

দক্ষিণী সুপারস্টার বিজয় দেবরকোণ্ডা ও রাশমিকা মান্দানা পর্দায় যেমন, বাস্তব জীবনেও তেমনই দর্শকদের হৃদয় জয় করে নিয়েছেন। সম্প্রতি গোপনে বাগদান সেরে ফেলেছেন—এমন খবর ছড়িয়ে পড়তেই আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এই জুটি।

ভারতীয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২৫ সালের অক্টোবর মাসে ব্যক্তিগতভাবে আংটি বদল করেছেন তারা। এরপর থেকেই তাদের বিয়ে নিয়ে জোর গুঞ্জন শুরু হয়।

শোনা যাচ্ছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে তাদের বিয়ের অনুষ্ঠান। এই পরিস্থিতিতে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে মুখ খুলেছেন রাশমিকা।

সাম্প্রতিক এক আলাপচারিতায় রাশমিকাকে তার কথিত প্রেমিক বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে আসন্ন বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। গুঞ্জনের জবাবে রাশমিকা বলেন, গত চার বছর ধরেই এই ধরনের আলোচনা চলছে এবং মানুষ একই প্রশ্ন বারবার করে যাচ্ছে। তবে তিনি স্পষ্ট করে জানান, বিষয়টি নিয়ে কথা বলার সময় এলে তবেই তারা মুখ খুলবেন।

রাশমিকার ভাষ্যমতে, ‘এই গুঞ্জন তো চার বছর ধরেই চলছে, তাই না? মানুষ একই প্রশ্ন বার বার করে যাচ্ছে, তেমনই সুখবরের জন্য অপেক্ষা করছে। কিন্তু আমি তখনই এই বিষয় নিয়ে কথা বলব, যখন সত্যি কথা বলার মতো সময় আসবে।’

ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, সব ঠিকঠাক থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি ভারতের রাজস্থানের উদয়পুরের একটি প্রাসাদে বিয়ের আয়োজন হতে পারে।

২০২৫ সালের ডিসেম্বরে দম্পতির ঘনিষ্ঠ এক সূত্র হিন্দুস্তান টাইমসকে জানিয়েছিল, আগামী ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের একটি রাজপ্রাসাদে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন।

সূত্র আরও জানায়, বাগদানের মতোই বিয়ের অনুষ্ঠানও হবে ঘরোয়া, যেখানে উপস্থিত থাকবেন কেবল পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা।

তবে এই গুঞ্জনের মাঝেই হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে রাশমিকা জানান, তিনি এখনই বিয়ে নিয়ে কোনো কিছু নিশ্চিত বা অস্বীকার করতে চান না। অভিনেত্রীর ভাষ্যমতে, ‘আমি বিয়ে নিয়ে কিছু নিশ্চিত বা অস্বীকার করতে চাই না। শুধু এটুকুই বলব—যখন বলার সময় আসবে, তখনই বলা হবে।’

প্রসঙ্গত, বাগদানের গুঞ্জনের পর বিজয় ও রাশমিকার আঙুলে দেখা গিয়েছে আংটি। সেই আংটি নিয়ে প্রশ্নের কোনো জবাব না দিলেও, আড়ালও করেননি। সাধারণ মানুষের চোখে ধুলো দিতে পারলেও পাপারাৎজিদের হাত থেকে রক্ষা পাননি বিজয় ও রাশমিকা। এবার তাদের বিয়ের অপেক্ষায় অনুরাগীরা।