অাকাশ জাতীয় ডেস্ক:
অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা হওয়া শিশু তোফা-তহুরা অসুস্থ হয়ে পড়ায় তাদের ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন তাদের বাবা রাজু মিয়া। সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সযোগে বাবা-মা এবং খালার সঙ্গে বিকেল সাড়ে ৪টায় ঢাকার উদ্দেশে রওনা হয়েছে দুই শিশু।
তোফা-তহুরা অসুস্থ হয়ে পড়লে তাদের গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার পর সেখানকার চিকিৎসকের পরামর্শে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
বাবা রাজু মিয়া ও মা শাহিদা বেগম জানান, বাড়ি ফেরার পর তোফা-তহুরা সুস্থই ছিল। কিন্তু গত কদিন থেকে তাদের জ্বর দেখা দেয়। এরমধ্যে তোফা সুস্থ হয়ে উঠলেও তহুরা একটু বেশি অসুস্থ। সে খাওয়া দাওয়া করছে না।
এছাড়া সামান্য পরিমাণে মায়ের বুকের দুধ খাচ্ছে। ঘন ঘন প্রসাব করছে যা ঘোলাটে ও দুর্গন্ধযুক্ত। গাইবান্ধা সদর হাসপাতালে ডাক্তার দেখানোর পর সেখানকার চিকিৎসকের পরামর্শে এখন ঢাকায় রওনা হয়েছি।
গাইবান্ধা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবু হানিফ বলেন, শিশু দুটিকে গাইবান্ধা সদর হাসপাতালে আনা হয়েছিল। এখানে তাদের পরীক্ষা-নিরীক্ষা করে ঢাকায় নিয়ে যাবার পরামর্শ দেওয়া হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























