অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
‘এটা একটা শোকসংবাদ। এই শোকসংবাদ আপনি যখন পড়বেন তখন আমি আর থাকবো না।’ যুক্তরাষ্ট্রের সাংবাদিক মার্ক মুনি সম্প্রতি তার ব্লগে এভাবে নিজের শোকসংবাদ লিখে তোলপাড় সৃষ্টি করেছেন। তিনি ক্যান্সারে আক্রান্ত।
তিনি লেখেন, ক্যান্সার ধরা পড়ার পর আমাকে চিকিৎসকরা জানিয়েছিলেন আমার আয়ু আছে আর দুই বছর। সেই সময় ঘনিয়ে এসেছে। আমি যেহেতু নিজের মৃত্যু-ক্ষণ জানি তাই অন্যের উপর নির্ভর না করে নিজেই লিখে ফেললাম শোক-সংবাদটি।
তিনি আরও লেখেন, আমি সাংবাদিক হিসেবে গর্বিত। মানুষের জন্য কাজ করেছি। ক্যান্সারের উপর অনেক রিপোর্ট করেছি। কিন্তু শেষ পর্যন্ত সেই ক্যান্সারের কাছে আমাকে হার মানতে হলো। তাকে শেষ শ্রদ্ধা জানাতে ফুল দেয়ার পরিবর্তে যেন একটু প্রার্থনা করা হয়, শোকসংবাদের শেষে এমন প্রত্যাশা করেন তিনি।
আকাশ নিউজ ডেস্ক 
























