ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুছাব্বির হত্যার ঘটনায় প্রধান শ্যুটারসহ গ্রেফতার ৩ নির্বাচন বানচালে সীমান্তের ওপারে গভীর ষড়যন্ত্র চলছে: আদিলুর রহমান উপদেষ্টা পরিষদের বৈঠকে ৪ অধ্যাদেশ অনুমোদন ভারতের দালাল পাকিস্তানের দালাল, এসব বলা বাদ দিতে হবে: (এবি) পার্টির চেয়ারম্যান জামায়াত ধর্মকে ব্যবহার করছে : টুকু ঋণের বিনিময়ে যুদ্ধবিমান লেনদেনে আলোচনায় সৌদি-পাকিস্তান ‘দুষ্কৃতকারীরা দেশে নৈরাজ্য সৃষ্টি করে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত’: মির্জা ফখরুল আজকের ভুল সিদ্ধান্তের মাশুল দিতে হবে আগামী ১০ বছর: তামিম ইকবাল নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে : ইইউ পর্যবেক্ষণ প্রধান ভারতীয়দের দুঃসংবাদ দিল বাংলাদেশ

বাংলাদেশের স্বস্তির নাম তারেক রহমান :দুলু

আকাশ জাতীয় ডেস্ক :

বাংলাদেশের স্বস্তির নাম তারেক রহমান বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা, নাটোর-২ আসনের ধানের শীষের প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান তারেক রহমানকে দেশের মানুষ তার পিতা মাতার মতোই আপন করে গ্রহণ করেছে। দেশে ফেরার পর মাত্র ১০ দিনের মধ্যেই দেশের রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন এসেছে। তিনি দেশের মানুষকে ভালোবেসে আপন করে নিয়েছেন। দলমতের ঊর্ধ্বে উঠে সব শ্রেণি পেশার মানুষ তার কাছে ছুটে যাচ্ছে।

দুলু আরও বলেন, তারেক রহমানকে কাছে পেয়ে দেশের মানুষ বেগম খালেদা জিয়াকে হারানোর শোক সামাল দেওয়ার চেষ্টা করছে। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার রক্ষায় বেগম খালেদা জিয়ার আপসহীন ও সাহসী ভূমিকা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার নেতৃত্বে বাংলাদেশ বারবার গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নতুন প্রেরণা পেয়েছে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি ছিলেন দেশের সাধারণ মানুষের একজন অভিভাবকতুল্য নেত্রী। তার দৃঢ় ও ত্যাগী নেতৃত্ব জাতিকে বারবার মুক্তির পথে অনুপ্রাণিত করেছে।

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বৃহস্পতিবার বিকেলে নাটোর সদরের হালসা বাজারে স্থানীয় বিএনপির আয়োজনে শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাম্মেল হোসেন বাবুর সভাপতিত্বে শোকসভায় আরও বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, নাটোর–২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফরহাদ আলী দেওয়ান শাহিন, সদর থানা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মাস্টার, সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহীম হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুছাব্বির হত্যার ঘটনায় প্রধান শ্যুটারসহ গ্রেফতার ৩

বাংলাদেশের স্বস্তির নাম তারেক রহমান :দুলু

আপডেট সময় ০৬:১৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬

আকাশ জাতীয় ডেস্ক :

বাংলাদেশের স্বস্তির নাম তারেক রহমান বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা, নাটোর-২ আসনের ধানের শীষের প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান তারেক রহমানকে দেশের মানুষ তার পিতা মাতার মতোই আপন করে গ্রহণ করেছে। দেশে ফেরার পর মাত্র ১০ দিনের মধ্যেই দেশের রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন এসেছে। তিনি দেশের মানুষকে ভালোবেসে আপন করে নিয়েছেন। দলমতের ঊর্ধ্বে উঠে সব শ্রেণি পেশার মানুষ তার কাছে ছুটে যাচ্ছে।

দুলু আরও বলেন, তারেক রহমানকে কাছে পেয়ে দেশের মানুষ বেগম খালেদা জিয়াকে হারানোর শোক সামাল দেওয়ার চেষ্টা করছে। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার রক্ষায় বেগম খালেদা জিয়ার আপসহীন ও সাহসী ভূমিকা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার নেতৃত্বে বাংলাদেশ বারবার গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নতুন প্রেরণা পেয়েছে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি ছিলেন দেশের সাধারণ মানুষের একজন অভিভাবকতুল্য নেত্রী। তার দৃঢ় ও ত্যাগী নেতৃত্ব জাতিকে বারবার মুক্তির পথে অনুপ্রাণিত করেছে।

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বৃহস্পতিবার বিকেলে নাটোর সদরের হালসা বাজারে স্থানীয় বিএনপির আয়োজনে শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাম্মেল হোসেন বাবুর সভাপতিত্বে শোকসভায় আরও বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, নাটোর–২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফরহাদ আলী দেওয়ান শাহিন, সদর থানা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মাস্টার, সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহীম হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।