ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুছাব্বির হত্যার ঘটনায় প্রধান শ্যুটারসহ গ্রেফতার ৩ নির্বাচন বানচালে সীমান্তের ওপারে গভীর ষড়যন্ত্র চলছে: আদিলুর রহমান উপদেষ্টা পরিষদের বৈঠকে ৪ অধ্যাদেশ অনুমোদন ভারতের দালাল পাকিস্তানের দালাল, এসব বলা বাদ দিতে হবে: (এবি) পার্টির চেয়ারম্যান জামায়াত ধর্মকে ব্যবহার করছে : টুকু ঋণের বিনিময়ে যুদ্ধবিমান লেনদেনে আলোচনায় সৌদি-পাকিস্তান ‘দুষ্কৃতকারীরা দেশে নৈরাজ্য সৃষ্টি করে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত’: মির্জা ফখরুল আজকের ভুল সিদ্ধান্তের মাশুল দিতে হবে আগামী ১০ বছর: তামিম ইকবাল নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে : ইইউ পর্যবেক্ষণ প্রধান ভারতীয়দের দুঃসংবাদ দিল বাংলাদেশ

৬ বছর আগেই ‘জ্যাক রায়ান’ সিরিজে উঠে এসেছিল ভেনেজুয়েলার ভবিষ্যৎ

আকাশ বিনোদন ডেস্ক :

কখনো কখনো কল্পকাহিনী বাস্তব ঘটনাকেও ছাপিয়ে যায়—ঠিক এমনই এক চমকপ্রদ মিল সামনে এসেছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘জ্যাক রায়ান’–কে ঘিরে। ২০১৯ সালে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া এই সিরিজের দ্বিতীয় সিজনের একটি দৃশ্য নতুন করে আলোচনায় এসেছে। পিপল ম্যাগাজিনের এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

সিরিজের ওই দৃশ্যে জন ক্রাসিনস্কির অভিনীত চরিত্র জ্যাক রায়ান সিআইএর কয়েকজন কর্মকর্তার কাছে প্রশ্ন তোলেন—বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে সবচেয়ে বড় হুমকি কোন দেশ। জবাবে এক কর্মকর্তা রাশিয়ার নাম উল্লেখ করেন। এরপর জ্যাক রায়ান আবার জানতে চান, আর কে? তখন চীনের কথাও উঠে আসে।

এরপরই জ্যাক রায়ান বলেন, ভেনেজুয়েলার কথা কি কেউ ভেবেছেন? তিনি উল্লেখ করেন, বিপুল তেল, স্বর্ণ ও খনিজ সম্পদ থাকা সত্ত্বেও দেশটি একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে পারে, যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্যও হুমকি হয়ে উঠতে পারে।

এই কাল্পনিক সংলাপের সঙ্গে সাম্প্রতিক বাস্তব ঘটনার মিল দেখে নেটিজেনরা বিস্ময় প্রকাশ করছেন। কারণ, চলতি বছরের ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেন। অভিযানের পর ট্রাম্পের ‘এখন থেকে আমেরিকা ভেনেজুয়েলাকে চালাবে’—এমন বক্তব্যের সঙ্গে সিরিজের দৃশ্যের সাদৃশ্য খুঁজে পাচ্ছেন অনেকেই।

এ বিষয়ে সিরিজটির সহ-নির্মাতা কার্লটন কিউস বলেন, তাদের উদ্দেশ্য ছিল একটি বিশ্বাসযোগ্য রাজনৈতিক থ্রিলার তৈরি করা, ভবিষ্যৎবাণী করা নয়। তবে তিনি স্বীকার করেন, বাস্তব ভূ-রাজনীতি অনেক সময় কল্পনাকেও ছাড়িয়ে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুছাব্বির হত্যার ঘটনায় প্রধান শ্যুটারসহ গ্রেফতার ৩

৬ বছর আগেই ‘জ্যাক রায়ান’ সিরিজে উঠে এসেছিল ভেনেজুয়েলার ভবিষ্যৎ

আপডেট সময় ০৬:৫০:০৬ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬

আকাশ বিনোদন ডেস্ক :

কখনো কখনো কল্পকাহিনী বাস্তব ঘটনাকেও ছাপিয়ে যায়—ঠিক এমনই এক চমকপ্রদ মিল সামনে এসেছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘জ্যাক রায়ান’–কে ঘিরে। ২০১৯ সালে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া এই সিরিজের দ্বিতীয় সিজনের একটি দৃশ্য নতুন করে আলোচনায় এসেছে। পিপল ম্যাগাজিনের এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

সিরিজের ওই দৃশ্যে জন ক্রাসিনস্কির অভিনীত চরিত্র জ্যাক রায়ান সিআইএর কয়েকজন কর্মকর্তার কাছে প্রশ্ন তোলেন—বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে সবচেয়ে বড় হুমকি কোন দেশ। জবাবে এক কর্মকর্তা রাশিয়ার নাম উল্লেখ করেন। এরপর জ্যাক রায়ান আবার জানতে চান, আর কে? তখন চীনের কথাও উঠে আসে।

এরপরই জ্যাক রায়ান বলেন, ভেনেজুয়েলার কথা কি কেউ ভেবেছেন? তিনি উল্লেখ করেন, বিপুল তেল, স্বর্ণ ও খনিজ সম্পদ থাকা সত্ত্বেও দেশটি একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে পারে, যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্যও হুমকি হয়ে উঠতে পারে।

এই কাল্পনিক সংলাপের সঙ্গে সাম্প্রতিক বাস্তব ঘটনার মিল দেখে নেটিজেনরা বিস্ময় প্রকাশ করছেন। কারণ, চলতি বছরের ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেন। অভিযানের পর ট্রাম্পের ‘এখন থেকে আমেরিকা ভেনেজুয়েলাকে চালাবে’—এমন বক্তব্যের সঙ্গে সিরিজের দৃশ্যের সাদৃশ্য খুঁজে পাচ্ছেন অনেকেই।

এ বিষয়ে সিরিজটির সহ-নির্মাতা কার্লটন কিউস বলেন, তাদের উদ্দেশ্য ছিল একটি বিশ্বাসযোগ্য রাজনৈতিক থ্রিলার তৈরি করা, ভবিষ্যৎবাণী করা নয়। তবে তিনি স্বীকার করেন, বাস্তব ভূ-রাজনীতি অনেক সময় কল্পনাকেও ছাড়িয়ে যায়।