আকাশ স্পোর্টস ডেস্ক :
চলমান অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ এবং ওপেনার ট্রাভিস হেডের সেঞ্চুরি অস্ট্রেলিয়াকে দিনের শেষে বড় লিডে নিয়ে গেছে। সিডনি টেস্টের তৃতীয় দিনে ১২৪ ওভারে ৭ উইকেট হারিয়ে অজি দল সংগ্রহ করেছে ৫১৮ রান, যা তাদের ১৩৪ রানের লিড নির্দেশ করছে।
এদিন সকালে ১৬৩ রান করে হেড আউট হলেও দিনের বাকি সময় স্মিথ নিজের জ্বালাময়ী ব্যাটিংতে দ্য গ্যাবার মাটিতে ক্যারিয়ারের ৩৭তম টেস্ট সেঞ্চুরি তুলে নেন। ২০৫ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১২৯ রানে অপরাজিত রয়েছেন তিনি, সঙ্গে আছেন ব্যাটসম্যান বিউ ওয়েবস্টার (৪২ রান)।
অ্যাশেজে এটি স্মিথের ১৩তম সেঞ্চুরি, যা তাকে ইংল্যান্ডের কিংবদন্তি জ্যাক হবসকে পেছনে ফেলে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি হাঁকানো ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শুধুমাত্র ডন ব্রাডম্যান (১৯ সেঞ্চুরি) তার উপরে আছেন। এছাড়া স্মিথ টেস্টে মোট সেঞ্চুরিতে ভারতের রাহুল দ্রাবিড়কে (৩৬) ছাড়িয়ে গেছেন।
এছাড়া অ্যাশেজে স্মিথ ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। ইংল্যান্ডের বিপক্ষে ৪১ টেস্টে ৭৩ ইনিংসে ৫৭.৫৩ গড়ে ৩৬৮২ রান করেছেন স্মিথ। সমস্ত ফরম্যাট মিলিয়ে, একক প্রতিপক্ষের বিপক্ষে ৫ হাজার রানের মাইলফলকও তিনি ছুঁয়েছেন, যা আগে শুধু শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি এবং ডন ব্রাডম্যানের দখলে ছিল।
টেস্টে ভিন্ন ভেন্যুতে সেঞ্চুরি করার কীর্তিও গড়েছেন হেড। এই সিরিজে তার ৬০০ রান, যার মধ্যে ওপেনার হিসেবে খেলেই এসেছে ৫৭৯ রান। এছাড়া ২১ শতকে অ্যাশেজে ৫০০-এর বেশি রান করা মাত্র দ্বিতীয় অস্ট্রেলিয়ান ওপেনার হিসেবে ইতিহাস গড়েছেন হেড, আগে কেবল ডেভিড ওয়ার্নার এই কীর্তি করেছিলেন।
এই দিনে হেডের ১৬৩ রানের ইনিংস অ্যাশেজ ইতিহাসে বলের হিসেবে দ্রুততম দেড়শ রানের চতুর্থ যৌথ দ্রুততম রেকর্ডে নাম লিখিয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























