ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

মালদ্বীপ ফুটবলের ৭৫ বছর পূর্তিতে খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক :

মালদ্বীপ ফুটবলের গৌরবময় ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ আন্তর্জাতিক চার জাতির ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএএম) এ বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠিয়েছে।

১৯৫০ সালে মালদ্বীপে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে এফএএম প্রতিষ্ঠিত হয়। চলতি বছর সংস্থাটির ৭৫ বছর পূর্তি উপলক্ষে দেশটিতে বড় পরিসরে ফুটবল উৎসবের আয়োজন করা হচ্ছে। সেই আয়োজনের অংশ হিসেবে প্রস্তাবিত চার জাতির টুর্নামেন্টে স্বাগতিক মালদ্বীপের পাশাপাশি বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সম্প্রতি মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে টুর্নামেন্টের লোগো উন্মোচন করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ইতোমধ্যে শ্রীলঙ্কা এই টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

বাফুফে সূত্র জানায়, জাতীয় দলের ব্যস্ত সূচি এবং প্রস্তুতির বিষয়গুলো বিবেচনা করে খুব শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এফএএম-এর পরিকল্পনা অনুযায়ী, টুর্নামেন্টটি আগামী জুন-জুলাই মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, মালদ্বীপ ফুটবলের বড় কোনো বার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের ঘটনা নতুন নয়। এর আগে ২০০০ সালে মালদ্বীপ ফুটবলের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অনুরূপ একটি আসর অনুষ্ঠিত হয়েছিল। সেই টুর্নামেন্টে বাংলাদেশ তিনটি ম্যাচ খেললেও দুটি ড্র ও এক হার নিয়ে সন্তোষজনক ফল পায়নি। ওই আসরে স্বাগতিক মালদ্বীপকে হারিয়ে শিরোপা জিতেছিল শ্রীলঙ্কা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

মালদ্বীপ ফুটবলের ৭৫ বছর পূর্তিতে খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ

আপডেট সময় ০৪:২৫:২৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬

আকাশ স্পোর্টস ডেস্ক :

মালদ্বীপ ফুটবলের গৌরবময় ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ আন্তর্জাতিক চার জাতির ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএএম) এ বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠিয়েছে।

১৯৫০ সালে মালদ্বীপে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে এফএএম প্রতিষ্ঠিত হয়। চলতি বছর সংস্থাটির ৭৫ বছর পূর্তি উপলক্ষে দেশটিতে বড় পরিসরে ফুটবল উৎসবের আয়োজন করা হচ্ছে। সেই আয়োজনের অংশ হিসেবে প্রস্তাবিত চার জাতির টুর্নামেন্টে স্বাগতিক মালদ্বীপের পাশাপাশি বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সম্প্রতি মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে টুর্নামেন্টের লোগো উন্মোচন করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ইতোমধ্যে শ্রীলঙ্কা এই টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

বাফুফে সূত্র জানায়, জাতীয় দলের ব্যস্ত সূচি এবং প্রস্তুতির বিষয়গুলো বিবেচনা করে খুব শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এফএএম-এর পরিকল্পনা অনুযায়ী, টুর্নামেন্টটি আগামী জুন-জুলাই মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, মালদ্বীপ ফুটবলের বড় কোনো বার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের ঘটনা নতুন নয়। এর আগে ২০০০ সালে মালদ্বীপ ফুটবলের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অনুরূপ একটি আসর অনুষ্ঠিত হয়েছিল। সেই টুর্নামেন্টে বাংলাদেশ তিনটি ম্যাচ খেললেও দুটি ড্র ও এক হার নিয়ে সন্তোষজনক ফল পায়নি। ওই আসরে স্বাগতিক মালদ্বীপকে হারিয়ে শিরোপা জিতেছিল শ্রীলঙ্কা।