ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

দীর্ঘদিনের দমন–পীড়নের অবসান চায় ইরানিরা : রেজা পাহলভি

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের সাবেক যুবরাজ রেজা পাহলভি ইরানি জনগণের প্রতি সমর্থন জানানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ট্রাম্পের বক্তব্য দেশটির নেতৃত্বের বিরুদ্ধে বিক্ষোভরত মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে।

পাহলভি বলেন, ইরানিরা ‘দশকের পর দশক ধরে চলা দমন–পীড়নের’ অবসান চান এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের দিকে তাকিয়ে আছেন।’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে পাহলভি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প, আমার স্বদেশিদের প্রতি আপনার দৃঢ় নেতৃত্ব ও সমর্থনের জন্য আপনাকে ধন্যবাদ। ইসলামি প্রজাতন্ত্রের অপরাধী নেতাদের উদ্দেশে আপনি যে সতর্কবার্তা দিয়েছেন, তা আমার জনগণকে আরও শক্তি ও আশা জুগিয়েছে। এই আশা যে, অবশেষে যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট তাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন। ৪৬ বছরের বিশৃঙ্খলা ও সন্ত্রাসের শাসনের অবসান ঘটাতে তারা যখন জীবন বাজি রাখছেন, তখন তারা আমাকে একটি দায়িত্ব ও একটি বার্তা দিয়েছেন—একসময় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যে সম্পর্ক মধ্যপ্রাচ্যে শান্তি ও সমৃদ্ধি এনেছিল, তা পুনরুদ্ধারের চেষ্টা করা।’

তিনি আরও বলেন, ‘ইরানের জন্য একটি স্থিতিশীল রূপান্তরের পরিকল্পনা আমার রয়েছে এবং তা বাস্তবায়নে জনগণের সমর্থনও আছে। মুক্ত বিশ্বের নেতৃত্বে আপনার ভূমিকার মাধ্যমে আমরা স্থায়ী শান্তির একটি উত্তরাধিকার রেখে যেতে পারি।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে ইরানি কর্তৃপক্ষ যদি সহিংসতা চালায়, তবে যুক্তরাষ্ট্র তার জবাব দিতে প্রস্তুত রয়েছে। ইরানের বিভিন্ন প্রদেশে ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটের কারণে বিক্ষোভ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গুলি করে ও সহিংসভাবে হত্যা করে, যেমনটা তারা অভ্যাস হিসেবে করে থাকে, তবে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধার করতে এগিয়ে আসবে। আমরা প্রস্তুত ও সম্পূর্ণ সজাগ অবস্থায় আছি। এ বিষয়ে দৃষ্টি দেওয়ার জন্য ধন্যবাদ।’

এদিকে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক দুরবস্থার প্রতিবাদে ইরানের বিভিন্ন প্রদেশে মানুষ রাস্তায় নামতে থাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। কিছু এলাকায় বিক্ষোভ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে রূপ নিয়ে প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে সিএনএন জানিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

দীর্ঘদিনের দমন–পীড়নের অবসান চায় ইরানিরা : রেজা পাহলভি

আপডেট সময় ০১:৫৫:১৮ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের সাবেক যুবরাজ রেজা পাহলভি ইরানি জনগণের প্রতি সমর্থন জানানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ট্রাম্পের বক্তব্য দেশটির নেতৃত্বের বিরুদ্ধে বিক্ষোভরত মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে।

পাহলভি বলেন, ইরানিরা ‘দশকের পর দশক ধরে চলা দমন–পীড়নের’ অবসান চান এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের দিকে তাকিয়ে আছেন।’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে পাহলভি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প, আমার স্বদেশিদের প্রতি আপনার দৃঢ় নেতৃত্ব ও সমর্থনের জন্য আপনাকে ধন্যবাদ। ইসলামি প্রজাতন্ত্রের অপরাধী নেতাদের উদ্দেশে আপনি যে সতর্কবার্তা দিয়েছেন, তা আমার জনগণকে আরও শক্তি ও আশা জুগিয়েছে। এই আশা যে, অবশেষে যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট তাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন। ৪৬ বছরের বিশৃঙ্খলা ও সন্ত্রাসের শাসনের অবসান ঘটাতে তারা যখন জীবন বাজি রাখছেন, তখন তারা আমাকে একটি দায়িত্ব ও একটি বার্তা দিয়েছেন—একসময় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যে সম্পর্ক মধ্যপ্রাচ্যে শান্তি ও সমৃদ্ধি এনেছিল, তা পুনরুদ্ধারের চেষ্টা করা।’

তিনি আরও বলেন, ‘ইরানের জন্য একটি স্থিতিশীল রূপান্তরের পরিকল্পনা আমার রয়েছে এবং তা বাস্তবায়নে জনগণের সমর্থনও আছে। মুক্ত বিশ্বের নেতৃত্বে আপনার ভূমিকার মাধ্যমে আমরা স্থায়ী শান্তির একটি উত্তরাধিকার রেখে যেতে পারি।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে ইরানি কর্তৃপক্ষ যদি সহিংসতা চালায়, তবে যুক্তরাষ্ট্র তার জবাব দিতে প্রস্তুত রয়েছে। ইরানের বিভিন্ন প্রদেশে ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটের কারণে বিক্ষোভ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গুলি করে ও সহিংসভাবে হত্যা করে, যেমনটা তারা অভ্যাস হিসেবে করে থাকে, তবে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধার করতে এগিয়ে আসবে। আমরা প্রস্তুত ও সম্পূর্ণ সজাগ অবস্থায় আছি। এ বিষয়ে দৃষ্টি দেওয়ার জন্য ধন্যবাদ।’

এদিকে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক দুরবস্থার প্রতিবাদে ইরানের বিভিন্ন প্রদেশে মানুষ রাস্তায় নামতে থাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। কিছু এলাকায় বিক্ষোভ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে রূপ নিয়ে প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে সিএনএন জানিয়েছে।