অাকাশ নিউজ ডেস্ক:
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে যুবককে গ্রেফতার করল পুলিশ৷ ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার রাইপুর থানার উপরবান্দা গ্রামে।
পুলিশ সূত্রে খবর, ওই গ্রামের বছর ষোলোর এক কিশোরী তারই প্রতিবেশী সেখ মহম্মদ সেলিম নামে এক যুবকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ আনলেন। এ বিষয়ে ওই কিশোরী শনিবার রাইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারিনী কিশোরীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সেখ মহম্মদ সেলিম তার সঙ্গে দীর্ঘদিন ঘনিষ্টভাবে মেলামেশা করেছে। এর ফলে এখন তিনি ছ’মাসের অন্তঃস্বস্তা। এখন সে তাকে বিয়ে করতে অস্বীকার করছে। ওই কিশোরীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে রাইপুর থানার পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত মহম্মদ সেলিমকে গ্রেফতার করে।
আকাশ নিউজ ডেস্ক 

























