ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রেমিকাকে কীভাবে চুমু খাবেন, জেনে নিন…

অাকাশ নিউজ ডেস্ক:

অনেকে বলে চুমু খাওয়া একটা আর্ট৷ যত্রতত্র যেভাবে খুশি চুমু খেলে গার্লফ্রেন্ড খারাপ ভাবতে পারে৷ কথাটা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়৷ সত্যি সত্যি যদি আপনি ঠিক করে চুমু না খেতে পারেন, তাহলে কিন্তু রাধিকার গোঁসা হবে৷ আর সেই মানভঞ্জন করতে আপনারই হবে গলদঘর্ম দশা৷

তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা…
প্রথমে আপনাকে সেই “মুহূর্ত” খুঁজে বের করতে হবে৷ বিশেষত যদি প্রেমিকাকে প্রথম চুমু হয়৷ সে যখন হোস্টেল বা বাড়ির সমস্যা নিয়ে আপনার সঙ্গে আলোচনা করছে, তখন ভুলেও চুমুর ধারকাছ দিয়ে যাবেন না৷ বন্ধুর বিরুদ্ধে আপনাকে অভিযোগ করছে? তাহলেও ধৈর্য ধরুন৷ কথা যখন শেষ, সে ইমোশনাল, তখন একবার ট্রাই করতেই পারেন৷ তবে তার আগে অবশ্যই পরিস্থিতি দেখে নিন৷ চুমু খাওয়ার সবচেয়ে রোম্যান্টিক জায়গা হল লাইব্রেরির কোণা৷ বই খুঁজতে গিয়ে হালকা করে ঠোঁটে ঠোঁট৷ আর কী চাই!

টাচ মি টাচ মি, কিস মি কিস মি…
পৃথিবীতে এমন মেয়ের সংখ্যা খুব কম যে এসে আপনাকে বলবে, “কিস মি”৷ আপনাকেই তার মনের কথা জানতে হবে৷ এটা ঠিক মেয়েদের মন পড়া শক্ত৷ কিন্তু চেষ্টায় কী না হয়৷ মুড তৈরি করুন৷ প্রশংসা আপনার হাতিয়ার হতে পারে৷ প্রশংসা শুনতে কার না ভালো লাগে৷ সেটাকে ভিত্তি করে আপনি পৌঁছে যেতে পারেন চুমুর দুয়ারে৷ সরাসরি বলুন, চুমু খেতে চান৷ আশাকরি প্রেমিকা না বলবে না৷ উলটে আপনার ইম্প্রেশন জমে যাবে৷

চোখে চোখে কথা বল…
কনফিডেন্স৷ মেয়েরা এটা খুব বেশি রকম পছন্দ করে৷ তাই সরাসরি তার চোখের দিকে তাকান৷ তখন কিন্তু সেও আপনার চোখের দিকেই তাকাবে৷ মনের ভাব প্রকাশ করার এর চেয়ে আর ভালো উপায় হতে পারে? চোখে চোখেই বলে নেওয়া যায় অনেক অব্যক্ত কথা৷ প্রথম প্রথম অস্বস্তি হতে পারে৷ কিন্তু Practice makes a man perfect.

এসে এভাবে মিলব দুজনে…
এই পর্যায়গুলো যদি আপনি কাটিয়ে ফেলতে পারেন, তাহলে পরীক্ষায় আপনি পাশ করে গিয়েছেন৷ এবার ফাইনাল পরীক্ষা৷ প্রথমেই জড়িয়ে ধরে ফরাসি কায়দায় চুমু খেতে যাবেন না৷ হালকা, মোলায়েমভাবে চুমু খান৷ যদি সে ঠোঁট সরিয়ে নেয়, চাপ দেবেন না৷ সময় দিন৷ কষ্ট করলে তবেই না কেষ্ট মেলে!

তবে এখানেই কিন্তু থেমে যাবেন না৷ যদি আপনি সত্যিই চুমু উপভোগ করেন, তাকে জানান৷ কীভাবে? তা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার৷ কিন্তু যদি খারাপ লাগে, তাহলে কিন্তু ভুলেও জানাবেন না৷ ধৈর্য্য ধরুন৷ ওই যে, Practice makes a

সাধু সাবধান!
খবরদার! ভরপেট খাবার খেয়ে একদম চুমু খেতে যাবেন না৷ মুখ থেকে যদি পেঁয়াজের গন্ধ ছাড়ে, তাহলে প্রেমিকা ছুটে পালাবে৷ চুমুর ইচ্ছায় সোজা ঠান্ডা জল৷ আপনার শ্বাস যেন থাকে ফ্রেশ৷ চুমু খাওয়ার আগে তৈরি হন৷ ব্রাশ করে নিন৷ দরকার হলে মাউথওয়াশ ব্যবহার করতে পারেন৷ তাও যদি না হয়, অন্তত পকেটে চুইনগাম রাখুন৷

কখনও প্রেমিকাকে জোরে জড়িয়ে ধরবেন না৷ এতে প্ল্যান কেঁচে যাওয়ার সম্ভবনা থাকে৷ ভুল জায়গায় ভুলভাবে ধরলে মেয়েরা সোজা তাকে বাতিলের খাতায় ফেলে দেয়৷ এর পরিবর্তে আপনি তার কাঁধে হাত রাখতে পারেন৷ এতে সে স্বস্তি অনুভব করবে৷ নিজেকে নিরাপদ ভাববে৷ তাতে আখেরে লাভ আপনারই৷

জিহ্বা যুদ্ধ এড়িয়ে যান৷ অন্তত প্রথম বারের জন্য৷ হালকা চুমু খান৷ একে বিশ্বাস ও বিশ্বস্ততা, দুইই বাড়ে৷

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমিকাকে কীভাবে চুমু খাবেন, জেনে নিন…

আপডেট সময় ১০:০৪:১৯ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০১৭

অাকাশ নিউজ ডেস্ক:

অনেকে বলে চুমু খাওয়া একটা আর্ট৷ যত্রতত্র যেভাবে খুশি চুমু খেলে গার্লফ্রেন্ড খারাপ ভাবতে পারে৷ কথাটা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়৷ সত্যি সত্যি যদি আপনি ঠিক করে চুমু না খেতে পারেন, তাহলে কিন্তু রাধিকার গোঁসা হবে৷ আর সেই মানভঞ্জন করতে আপনারই হবে গলদঘর্ম দশা৷

তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা…
প্রথমে আপনাকে সেই “মুহূর্ত” খুঁজে বের করতে হবে৷ বিশেষত যদি প্রেমিকাকে প্রথম চুমু হয়৷ সে যখন হোস্টেল বা বাড়ির সমস্যা নিয়ে আপনার সঙ্গে আলোচনা করছে, তখন ভুলেও চুমুর ধারকাছ দিয়ে যাবেন না৷ বন্ধুর বিরুদ্ধে আপনাকে অভিযোগ করছে? তাহলেও ধৈর্য ধরুন৷ কথা যখন শেষ, সে ইমোশনাল, তখন একবার ট্রাই করতেই পারেন৷ তবে তার আগে অবশ্যই পরিস্থিতি দেখে নিন৷ চুমু খাওয়ার সবচেয়ে রোম্যান্টিক জায়গা হল লাইব্রেরির কোণা৷ বই খুঁজতে গিয়ে হালকা করে ঠোঁটে ঠোঁট৷ আর কী চাই!

টাচ মি টাচ মি, কিস মি কিস মি…
পৃথিবীতে এমন মেয়ের সংখ্যা খুব কম যে এসে আপনাকে বলবে, “কিস মি”৷ আপনাকেই তার মনের কথা জানতে হবে৷ এটা ঠিক মেয়েদের মন পড়া শক্ত৷ কিন্তু চেষ্টায় কী না হয়৷ মুড তৈরি করুন৷ প্রশংসা আপনার হাতিয়ার হতে পারে৷ প্রশংসা শুনতে কার না ভালো লাগে৷ সেটাকে ভিত্তি করে আপনি পৌঁছে যেতে পারেন চুমুর দুয়ারে৷ সরাসরি বলুন, চুমু খেতে চান৷ আশাকরি প্রেমিকা না বলবে না৷ উলটে আপনার ইম্প্রেশন জমে যাবে৷

চোখে চোখে কথা বল…
কনফিডেন্স৷ মেয়েরা এটা খুব বেশি রকম পছন্দ করে৷ তাই সরাসরি তার চোখের দিকে তাকান৷ তখন কিন্তু সেও আপনার চোখের দিকেই তাকাবে৷ মনের ভাব প্রকাশ করার এর চেয়ে আর ভালো উপায় হতে পারে? চোখে চোখেই বলে নেওয়া যায় অনেক অব্যক্ত কথা৷ প্রথম প্রথম অস্বস্তি হতে পারে৷ কিন্তু Practice makes a man perfect.

এসে এভাবে মিলব দুজনে…
এই পর্যায়গুলো যদি আপনি কাটিয়ে ফেলতে পারেন, তাহলে পরীক্ষায় আপনি পাশ করে গিয়েছেন৷ এবার ফাইনাল পরীক্ষা৷ প্রথমেই জড়িয়ে ধরে ফরাসি কায়দায় চুমু খেতে যাবেন না৷ হালকা, মোলায়েমভাবে চুমু খান৷ যদি সে ঠোঁট সরিয়ে নেয়, চাপ দেবেন না৷ সময় দিন৷ কষ্ট করলে তবেই না কেষ্ট মেলে!

তবে এখানেই কিন্তু থেমে যাবেন না৷ যদি আপনি সত্যিই চুমু উপভোগ করেন, তাকে জানান৷ কীভাবে? তা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার৷ কিন্তু যদি খারাপ লাগে, তাহলে কিন্তু ভুলেও জানাবেন না৷ ধৈর্য্য ধরুন৷ ওই যে, Practice makes a

সাধু সাবধান!
খবরদার! ভরপেট খাবার খেয়ে একদম চুমু খেতে যাবেন না৷ মুখ থেকে যদি পেঁয়াজের গন্ধ ছাড়ে, তাহলে প্রেমিকা ছুটে পালাবে৷ চুমুর ইচ্ছায় সোজা ঠান্ডা জল৷ আপনার শ্বাস যেন থাকে ফ্রেশ৷ চুমু খাওয়ার আগে তৈরি হন৷ ব্রাশ করে নিন৷ দরকার হলে মাউথওয়াশ ব্যবহার করতে পারেন৷ তাও যদি না হয়, অন্তত পকেটে চুইনগাম রাখুন৷

কখনও প্রেমিকাকে জোরে জড়িয়ে ধরবেন না৷ এতে প্ল্যান কেঁচে যাওয়ার সম্ভবনা থাকে৷ ভুল জায়গায় ভুলভাবে ধরলে মেয়েরা সোজা তাকে বাতিলের খাতায় ফেলে দেয়৷ এর পরিবর্তে আপনি তার কাঁধে হাত রাখতে পারেন৷ এতে সে স্বস্তি অনুভব করবে৷ নিজেকে নিরাপদ ভাববে৷ তাতে আখেরে লাভ আপনারই৷

জিহ্বা যুদ্ধ এড়িয়ে যান৷ অন্তত প্রথম বারের জন্য৷ হালকা চুমু খান৷ একে বিশ্বাস ও বিশ্বস্ততা, দুইই বাড়ে৷