আকাশ আন্তর্জাতিক ডেস্ক :
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘদিন ধরে অভিযান চালাচ্ছে দখলদার ইসরাইলি বাহিনী। সম্প্রতি সেখানে হামাসের সঙ্গে সংঘর্ষে ইসরাইলি এক ক্যাপ্টেন ও মেজর নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইসরাইলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার গাজায় ফিলিস্তিনি বিক্ষোভকারীদের হামলায় ২৪ বছর বয়সী ক্যাপ্টেন শাখনাজি ও ২৮ বছর বয়সী মেজর রেওয়াহ নিহত হন।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, লড়াইয়ে তাদের চার সেনা আহত হয়েছে। আইডিএফ জানিয়েছে, নিহত সেনা কর্মকর্তা ও দুই সেনা নিহাল ব্রিগেড ৯৩২ ব্যাটালিয়নের সদস্য।
ইসরাইলি গণমাধ্যম বলছে, আরও দুই সেনা নিহতের পর গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত নিহত ইসরাইলি সেনার সংখ্যা এখন ৩৯৭ জনে দাঁড়িয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























