অাকাশ জাতীয় ডেস্ক:
বেনাপোলে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পাঁচ লাখ ৮০ হাজার ৯শ’ ভারতীয় রূপি ও দুইশ’ ২১ আমেরিকান ডলারসহে এক যাত্রীকে আটক করা হয়েছে। বেনাপোল চেকপোস্ট কস্টমস-এর রাজস্ব কর্মকর্তা স্বপন চন্দ্র শীল এ তথ্য জানিয়েছেন।
আটককৃত ব্যক্তির নাম ইয়াকুব আলী মিনা (৪০)। তিনি গোপালগঞ্জ জেলার মুকছেদপুর উপজেলার নওখান্দা গ্রামের রজব আলী মিনার ছেলে। তার পাসপোর্ট নম্বর বিপি ০৬৫৭১১।
তিনি বলেন, ‘নিয়মিত তল্লাশির সময় ওই যাত্রীর ব্যাগে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় পাঁচ লাখ ৮০ হাজার ৯শ’ ভারতীয় রূপি ও দুইশ’ ২১ ডলার উদ্ধার করেন ইন্সপেক্টর রহিমা খাতুন।’ এ ব্যাপারে বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার নু-চ- গ্রু বলেন, ‘আটককৃত ব্যক্তিকে মানি লন্ডারিং মামলায় বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।
আকাশ নিউজ ডেস্ক 
























