আকাশ জাতীয় ডেস্ক :
সাভার উপজেলার আশুলিয়ার থানাধীন কবিরপুরে বাংলাদেশ বেতারের ভেতর মাঠ থেকে মাটিচাপা অবস্থায় মাহামুদুর রহমান হৃদয় (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত ২৮ ডিসেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
নিহত মাহামুদুর রহমান হৃদয় জামালপুরের ইসলামপুর থানাধীন কুলকান্দি গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। তিনি গাজীপুরের কাশিমপুর থানাধীন মাধবপুর এলাকার হারুন মিয়ার বাড়িতে ভাড়া বাসায় মা-বাবার সঙ্গে থাকতেন।
নিহতের স্বজনরা জানান, গত ২৮ ডিসেম্বর মাহামুদুর রহমান হৃদয় বাংলাদেশ বেতারের ভিতরে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয়। পরবর্তীতে তার আত্মীয়-স্বজনের বাসায় খোঁজাখুঁজি করার পরেও তাকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার শিশুরা বাংলাদেশ বেতারের ভিতরে খেলতে গেলে কাদাযুক্ত অবস্থায় একটি লাশ দেখতে পায়। বাচ্চারা চিৎকার করে আশপাশের মানুষকে ডেকে আনে এবং পরবর্তীতে তার মা তাকে শনাক্ত করেন। স্থানীয়রা আশুলিয়া থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, গত শনিবার থেকে হৃদয় নিখোঁজ ছিল। থানায় জিডি হয়েছিল। স্থানীয়দের খবরের ভিত্তিতে আজ তার মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।
আকাশ নিউজ ডেস্ক 
























