ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

লংকানরা দেখাল কিভাবে ম্যাচ হারা যায়

আকাশ স্পোর্টস ডেস্ক :

ম্যাচটা শ্রীলংকার হাতের মুঠোয় ছিল বললে মোটেও অত্যুক্তি হবে না। দেখেশুনে খেললেই জয়ের বন্দরে তরী ভেড়াতে পারত তারা। কিন্তু বিনা উইকেটে ১২১ রান থেকে অভাবনীয় এক ব্যাটিং ধসে স্বপ্ন চূর্ণ হয়েছে তাদের। এতে ঘরের মাঠে তিন ম্যাচ টি-টোয়েন্টির প্রথমটিতে ৮ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে নিউজিল্যান্ড।

অথচ মাউন্ট মঙ্গানুইয়ে ১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিনা উইকেটেই ১২১ রান তুলে ফেলেছিল দলটি। সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন ওপেনার পাথুম নিসাঙ্কা, ফিফটির হাতছোঁয়া দূরত্বে ছিলেন কুশল মেন্ডিস।

কিন্তু ১৪তম ওভারে যেন লংকানদের ওপর শনি ভর করল। ওভারের শেষ চার বলের তিনটিতেই উইকেট খোয়াল দলটি। যার শুরুটা ৪৬ রান করা কুশল মেন্ডিসকে দিয়ে। এরপর কোনো রান না করেই ফিরে যান কুশল পেরেরা এবং কামিন্দু মেন্ডিস। জ্যাকব ডাফির করা ঘটনাবহুল সেই ওভারে তারা তিনজনই ধরা পড়েন উইকেটকিপার মিচেল হে-র গ্লাভসে।

নিসাঙ্কা আরও কিছুটা সময় লড়াই চালিয়ে যান, তবে যোগ্য সঙ্গের অভাবে শেষ পর্যন্ত ৯০ রানে থামেন তিনি। কুশল মেন্ডিস এবং নিসাঙ্কা ছাড়া দলটির আর কোনো ব্যাটারই দুই অঙ্কের ঘরও ছুঁতে পারেননি। তাতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৪ রানেই থামতে হয় তাদের।

ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া কিউই পেসার ডাফি সর্বোচ্চ ৩ উইকেট পান। দুটি করে উইকেট যায় ম্যাট হেনরি এবং জাকারি ফুকসের ঝুলিতে।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা কিউইরা ড্যারিল মিচেল এবং মাইকেল ব্রেসওয়েলের জোড়া ফিফটিতে ২০ ওভারে ৮ উইকেট খুইয়ে স্কোরবোর্ডে জমা করে ১৭২ রান।

৪২ বলে ৪ চার এবং ২ ছক্কায় ৬২ রান করেন মিচেল। ৩৩ বলে সমান ৪টি করে চার-ছক্কায় ৫৯ রান আসেন ব্রেসওয়েলের ব্যাটে।

লংকান বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি করে উইকেট নিয়ে কিউইদের নাগালের মধ্যে রাখতে ভূমিকা রাখেন বিনুরা ফার্নান্দো, মহীশ থিকশানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে শেষ পর্যন্ত ব্যাটিং বিপর্যয়ে ১৭২ রানও পাহাড়সম মনে হয় লংকানদের কাছে।

এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল নিউজিল্যান্ড। আগামী ৩০ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে-ই সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

লংকানরা দেখাল কিভাবে ম্যাচ হারা যায়

আপডেট সময় ০৫:৫৩:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

আকাশ স্পোর্টস ডেস্ক :

ম্যাচটা শ্রীলংকার হাতের মুঠোয় ছিল বললে মোটেও অত্যুক্তি হবে না। দেখেশুনে খেললেই জয়ের বন্দরে তরী ভেড়াতে পারত তারা। কিন্তু বিনা উইকেটে ১২১ রান থেকে অভাবনীয় এক ব্যাটিং ধসে স্বপ্ন চূর্ণ হয়েছে তাদের। এতে ঘরের মাঠে তিন ম্যাচ টি-টোয়েন্টির প্রথমটিতে ৮ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে নিউজিল্যান্ড।

অথচ মাউন্ট মঙ্গানুইয়ে ১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিনা উইকেটেই ১২১ রান তুলে ফেলেছিল দলটি। সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন ওপেনার পাথুম নিসাঙ্কা, ফিফটির হাতছোঁয়া দূরত্বে ছিলেন কুশল মেন্ডিস।

কিন্তু ১৪তম ওভারে যেন লংকানদের ওপর শনি ভর করল। ওভারের শেষ চার বলের তিনটিতেই উইকেট খোয়াল দলটি। যার শুরুটা ৪৬ রান করা কুশল মেন্ডিসকে দিয়ে। এরপর কোনো রান না করেই ফিরে যান কুশল পেরেরা এবং কামিন্দু মেন্ডিস। জ্যাকব ডাফির করা ঘটনাবহুল সেই ওভারে তারা তিনজনই ধরা পড়েন উইকেটকিপার মিচেল হে-র গ্লাভসে।

নিসাঙ্কা আরও কিছুটা সময় লড়াই চালিয়ে যান, তবে যোগ্য সঙ্গের অভাবে শেষ পর্যন্ত ৯০ রানে থামেন তিনি। কুশল মেন্ডিস এবং নিসাঙ্কা ছাড়া দলটির আর কোনো ব্যাটারই দুই অঙ্কের ঘরও ছুঁতে পারেননি। তাতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৪ রানেই থামতে হয় তাদের।

ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া কিউই পেসার ডাফি সর্বোচ্চ ৩ উইকেট পান। দুটি করে উইকেট যায় ম্যাট হেনরি এবং জাকারি ফুকসের ঝুলিতে।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা কিউইরা ড্যারিল মিচেল এবং মাইকেল ব্রেসওয়েলের জোড়া ফিফটিতে ২০ ওভারে ৮ উইকেট খুইয়ে স্কোরবোর্ডে জমা করে ১৭২ রান।

৪২ বলে ৪ চার এবং ২ ছক্কায় ৬২ রান করেন মিচেল। ৩৩ বলে সমান ৪টি করে চার-ছক্কায় ৫৯ রান আসেন ব্রেসওয়েলের ব্যাটে।

লংকান বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি করে উইকেট নিয়ে কিউইদের নাগালের মধ্যে রাখতে ভূমিকা রাখেন বিনুরা ফার্নান্দো, মহীশ থিকশানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে শেষ পর্যন্ত ব্যাটিং বিপর্যয়ে ১৭২ রানও পাহাড়সম মনে হয় লংকানদের কাছে।

এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল নিউজিল্যান্ড। আগামী ৩০ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে-ই সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।