ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

কোহলিকে যথেষ্ট শাস্তি না দেওয়ায় বিশেষজ্ঞদের কাঠগড়ায় আইসিসি

আকাশ স্পোর্টস ডেস্ক :

মেলবোর্নে টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ার অভিষিক্ত তরুণ স্যাম কনস্টাসকে ইচ্ছাকৃত ধাক্কা দেন বিরাট কোহলি। যা নিয়ে গতকাল ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন কোহলি। ম্যাচ চলাকালীন ধারাভাষ্যকাররাও কোহলির সমালোচনা করেছেন। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্রিকেটপ্রেমীরা নিন্দা জানান কোহলির আচরণের।

এমন আচরণের পর কোহলির শাস্তিটা নিশ্চিতই ছিল। হয়েছেও তাই। তবে যা ধারণা করা হচ্ছিল তেমন শাস্তি পাননি কোহলি। মাত্র ২০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে কোহলির। সঙ্গে ১ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। অথচ, ধারণা করা হচ্ছিল, নূন্যতম ৪ ডিমেরিট পয়েন্ট পাবেন কোহলি। ফলে এক ম্যাচ নিষেধাজ্ঞায় পড়বেন তিনি। সঙ্গে ম্যাচ ফির বড় অংশ কেটে নেওয়া হবে তার।

তবে এসবের কিছুই হয়নি। যে কারণে এবার আইসিসিকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ক্রিকেট বিশ্লেষকরা। কোহলিকে এমন শাস্তি দেওয়ায় আইসিসির আইনই প্রশ্নবিদ্ধ বলে মনে করেন মার্ক ওয়াহ, রিকি পন্টিংয়ের মতো ক্রিকেট বিশেষজ্ঞরা।

মার্ক ওয়াহ ফক্স ক্রিকেটকে বলেন, ‘আপনি কে, তাতে কিছু যায় আসে না। এমন আচরণ সত্যিই অগ্রহণযোগ্য। সে খুবই ভাগ্যবান যে সামান্য শাস্তি পেয়েছে। এটা খুব সহজেই লেভেল টুয়ের আচরণ বিধি ভাঙার মতো অপরাধ হতে পারত। আর্থিক শাস্তি যদি দিতেই হয়, তাহলে কমপক্ষে ৭৫ শতাংশ হওয়া উচিত। ভবিষ্যতে খেলোয়াড় এমনকি দর্শকেরাও বিরুদ্ধ পরিস্থিতিতে এমন কাজ করবেন বেশি করে। এই ধরনের শারীরিত সংঘর্ষ সত্যিই অগ্রহণযোগ্য।’

চ্যানেল সেভেনকে পন্টিং বলেছেন, ‘আমার মনে হয় না শাস্তিটি কড়া হয়েছে। আগেও এমন ঘটনা ঘটেছে এবং সাধারণত ১৫–২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। কিন্তু ঘটনাটি বিস্তারিত চিন্তা করে দেখেন। বছরের এ দিনটিতেই ক্রিকেট দেখেছেন অনেকে। এখন তাঁরা ভাববেন, ব্যাপারটি তো তেমন কিছুই না।’ অস্ট্রেলিয়ার নাইন নেটওয়ার্কের সাংবাদিক টম মরিস আইসিসির দিকে আঙুল তুলে বলেন, ‘আইসিসি কোহলিকে যে শাস্তি দিয়েছে, সেটি বিশ্ব ক্রিকেট ও আইসিসির জন্যই বিব্রতকর।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোহলিকে যথেষ্ট শাস্তি না দেওয়ায় বিশেষজ্ঞদের কাঠগড়ায় আইসিসি

আপডেট সময় ০৫:৫২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

আকাশ স্পোর্টস ডেস্ক :

মেলবোর্নে টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ার অভিষিক্ত তরুণ স্যাম কনস্টাসকে ইচ্ছাকৃত ধাক্কা দেন বিরাট কোহলি। যা নিয়ে গতকাল ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন কোহলি। ম্যাচ চলাকালীন ধারাভাষ্যকাররাও কোহলির সমালোচনা করেছেন। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্রিকেটপ্রেমীরা নিন্দা জানান কোহলির আচরণের।

এমন আচরণের পর কোহলির শাস্তিটা নিশ্চিতই ছিল। হয়েছেও তাই। তবে যা ধারণা করা হচ্ছিল তেমন শাস্তি পাননি কোহলি। মাত্র ২০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে কোহলির। সঙ্গে ১ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। অথচ, ধারণা করা হচ্ছিল, নূন্যতম ৪ ডিমেরিট পয়েন্ট পাবেন কোহলি। ফলে এক ম্যাচ নিষেধাজ্ঞায় পড়বেন তিনি। সঙ্গে ম্যাচ ফির বড় অংশ কেটে নেওয়া হবে তার।

তবে এসবের কিছুই হয়নি। যে কারণে এবার আইসিসিকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ক্রিকেট বিশ্লেষকরা। কোহলিকে এমন শাস্তি দেওয়ায় আইসিসির আইনই প্রশ্নবিদ্ধ বলে মনে করেন মার্ক ওয়াহ, রিকি পন্টিংয়ের মতো ক্রিকেট বিশেষজ্ঞরা।

মার্ক ওয়াহ ফক্স ক্রিকেটকে বলেন, ‘আপনি কে, তাতে কিছু যায় আসে না। এমন আচরণ সত্যিই অগ্রহণযোগ্য। সে খুবই ভাগ্যবান যে সামান্য শাস্তি পেয়েছে। এটা খুব সহজেই লেভেল টুয়ের আচরণ বিধি ভাঙার মতো অপরাধ হতে পারত। আর্থিক শাস্তি যদি দিতেই হয়, তাহলে কমপক্ষে ৭৫ শতাংশ হওয়া উচিত। ভবিষ্যতে খেলোয়াড় এমনকি দর্শকেরাও বিরুদ্ধ পরিস্থিতিতে এমন কাজ করবেন বেশি করে। এই ধরনের শারীরিত সংঘর্ষ সত্যিই অগ্রহণযোগ্য।’

চ্যানেল সেভেনকে পন্টিং বলেছেন, ‘আমার মনে হয় না শাস্তিটি কড়া হয়েছে। আগেও এমন ঘটনা ঘটেছে এবং সাধারণত ১৫–২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। কিন্তু ঘটনাটি বিস্তারিত চিন্তা করে দেখেন। বছরের এ দিনটিতেই ক্রিকেট দেখেছেন অনেকে। এখন তাঁরা ভাববেন, ব্যাপারটি তো তেমন কিছুই না।’ অস্ট্রেলিয়ার নাইন নেটওয়ার্কের সাংবাদিক টম মরিস আইসিসির দিকে আঙুল তুলে বলেন, ‘আইসিসি কোহলিকে যে শাস্তি দিয়েছে, সেটি বিশ্ব ক্রিকেট ও আইসিসির জন্যই বিব্রতকর।’