ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

২০ রানের আক্ষেপ কোচ সালাউদ্দিনের

আকাশ স্পোর্টস ডেস্ক :

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। স্কোরবোর্ডে ২৯৩ রানের শক্ত পুঁজি নিয়েও ম্যাচে জয় তুলতে পারেনি মেহেদী হাসান মিরাজের দল। বাংলাদেশ ঠিক কোথায় ভুল করেছে। কোথায় পিছিয়ে গেল বাংলাদেশ। এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কণ্ঠে ঝরে পড়েছে ২০ রানের আক্ষেপ।

দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে সালাউদ্দিন বলেন, ‘গতকাল যেভাবে ব্যাটিং করেছে ছেলেরা আমি বলব যে প্লান অনুযায়ী ছিল। সেই প্লান অনুযায়ী আমরা এগোতে চেয়েছিলাম। হয়তো ২০ রান কম ছিল এই উইকেটের জন্য।’

২০ রান কম করলেও সেটা পুষিয়ে নেওয়ার সুযোগ ছিল বলে মনে করেন সালাউদ্দিন। তার মতে, ‘যেটা শেষের একটা দুইটা ওভারে এক দুই রান হয়ে গিয়েছিল। ওই দুইটা ওভার যদি আমরা ব্যবহার করতে পারতাম তাহলে ২০ রান করতে পারতাম।’

বিসিবি সভাপতি ফারুক আহমেদ বর্তমানে অবস্থান করছেন ওয়েস্ট ইন্ডিজে। গতকাল অনুশীলনের সময় কোচদের সঙ্গে দেখা গেছে তাকে। কোচ ও ক্রিকেটারদের সঙ্গে ঠিক কী কথা হলো বোর্ডপ্রধানের।

এ বিষয়ে সালাউদ্দিন বলেন, ‘যে আলোচনা চলছিল এটা নিয়ে তো আপনাদের বলতে পারব না। উনি আমাদের উৎসাহ দিয়েছেন। আমরা ভালো খেলেছি চিন্তার কিছু নেই, ভালো খেলছে ছেলেরা এতোটুকুই। এর বেশি আসলে কথা হয়নি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০ রানের আক্ষেপ কোচ সালাউদ্দিনের

আপডেট সময় ১২:২৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

আকাশ স্পোর্টস ডেস্ক :

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। স্কোরবোর্ডে ২৯৩ রানের শক্ত পুঁজি নিয়েও ম্যাচে জয় তুলতে পারেনি মেহেদী হাসান মিরাজের দল। বাংলাদেশ ঠিক কোথায় ভুল করেছে। কোথায় পিছিয়ে গেল বাংলাদেশ। এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কণ্ঠে ঝরে পড়েছে ২০ রানের আক্ষেপ।

দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে সালাউদ্দিন বলেন, ‘গতকাল যেভাবে ব্যাটিং করেছে ছেলেরা আমি বলব যে প্লান অনুযায়ী ছিল। সেই প্লান অনুযায়ী আমরা এগোতে চেয়েছিলাম। হয়তো ২০ রান কম ছিল এই উইকেটের জন্য।’

২০ রান কম করলেও সেটা পুষিয়ে নেওয়ার সুযোগ ছিল বলে মনে করেন সালাউদ্দিন। তার মতে, ‘যেটা শেষের একটা দুইটা ওভারে এক দুই রান হয়ে গিয়েছিল। ওই দুইটা ওভার যদি আমরা ব্যবহার করতে পারতাম তাহলে ২০ রান করতে পারতাম।’

বিসিবি সভাপতি ফারুক আহমেদ বর্তমানে অবস্থান করছেন ওয়েস্ট ইন্ডিজে। গতকাল অনুশীলনের সময় কোচদের সঙ্গে দেখা গেছে তাকে। কোচ ও ক্রিকেটারদের সঙ্গে ঠিক কী কথা হলো বোর্ডপ্রধানের।

এ বিষয়ে সালাউদ্দিন বলেন, ‘যে আলোচনা চলছিল এটা নিয়ে তো আপনাদের বলতে পারব না। উনি আমাদের উৎসাহ দিয়েছেন। আমরা ভালো খেলেছি চিন্তার কিছু নেই, ভালো খেলছে ছেলেরা এতোটুকুই। এর বেশি আসলে কথা হয়নি।’