ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায় পটুয়াখালীতে দুই বান্ধবীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ধর্ষকের মা সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা শিশু পানিতে পড়লেই বাজবে সাইরেন, কল যাবে ফোনে,দাবি ভোলার তরুণ উদ্ভাবকএর আমেরিকার উস্কানিতে ইরানে বিক্ষোভ : মাসুদ পেজেশকিয়ান আমার মনোনয়ন বাতিল করার কোনো কারণ ছিল না: মাহমুদুর রহমান মান্না ব্রিটিশ সরকারকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিলেন ইলন মাস্ক ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাণিজ্যে প্রভাব পড়বে না : শেখ বশিরউদ্দীন

প্রতারকের ফাঁদে পড়ে অসহায় হয়ে পড়েছেন প্রবাসীর স্ত্রী-সন্তান

আকাশ জাতীয় ডেস্ক :

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রেজাউল শেখ নামে এক ব্যক্তির মাধ্যমে সৌদি গিয়ে রুবেল মিয়া প্রতারণার শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আকামা না থাকায় দীর্ঘদিন ধরে কর্মহীন হওয়ার একপর্যায়ে কাজ করতে গিয়ে একটি কোম্পানির মামলায় পড়েন রুবেল মিয়া। এ পরিস্থিতিতে বাড়িতে খেয়ে না খেয়ে আছে তার পরিবারের সদস্যরা।

বুধবার দুপুরে সরেজমিন উপজেলার দামোদরপুর ইউনিয়নের উত্তর ভাঙ্গামোড় গ্রামে গিয়ে দেখা গেছে, প্রবাসী রুবেল মিয়ার মা ও স্ত্রী-সন্তানের আহাজারির দৃশ্য। ঘটনার বিস্তারিত জানতে চাইলে হাউমাউ করে কেঁদে ওঠেন তারা।

এ বিষয়ে সম্প্রতি থানায় ও সেনাক্যাম্পে অভিযোগ করেছেন বলে জানান প্রবাসী রুবেলের স্ত্রী মিনারা বেগম।

অভিযোগ সূত্রে জানা গেছে, দেড় বছর আগে দামোদরপুর ইউনিয়নের উত্তর ভাঙ্গামোড় গ্রামের ছফিয়াল শেখের ছেলে রেজাউল শেখ একই গ্রামের মৃত মোন্তাজ মিয়ার ছেলে রুরেল মিয়াকে সৌদি আরবে যাওয়ার জন্য প্রলোভনে ফেলেন। একপর্যায়ে রুবেল মিয়া ধারদেনা করে রেজাউল শেখকে চার লাখ টাকা দেন।

এরপর প্রাথমিক প্রক্রিয়া শেষে রেজাউল শেখ তার সৌদি প্রবাসী সমন্ধি কামাল মিয়ার কাছে পাঠান। আকামা ছাড়াই সেখানে গিয়ে কর্মহীন হয়ে পড়েন রুবেল। এরপর জীবিকার তাগিদে বিভিন্ন কৌশলে একাধিক কোম্পানি কাজ নিয়েও তা স্থায়ী হয়নি।

উল্টো রেজাউল শেখ ও কামাল মিয়ার কারসাজিতে একটি কোম্পানির মামলায় পড়েন রুবেল মিয়া। এসব ঘটনার শিকার হয়ে সৌদিতে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। বিদ্যমান পরিস্থিতিতে রুবেল মিয়াসহ তার স্ত্রী-সন্তানেরা চরম দুশ্চিন্তায় পড়েছেন বলে জানা গেছে।

এসব তথ্য নিশ্চিত করে ভুক্তভোগী রুবেল মিয়ার স্ত্রী মিনারা বেগম বলেন, আমরা খুব গরিব। বিভিন্ন স্থানে দাদনের টাকা নিয়ে রেজাউল শেখকে চার লাখ টাকা দিয়েছি। আমাদের সরলতার সুযোগ নিয়ে রেজাউল শেখ ও তার সমন্ধি কামাল মিয়া আমার স্বামীকে সৌদিতে নিয়ে গিয়ে প্রতারণা করেছে। এ ঘটনায় সাদুল্লাপুর থানা ও গাইবান্ধা সেনাক্যাম্পে অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।

অভিযুক্ত রেজাউল শেখ বলেন, চার লাখ টাকা নিয়ে বৈধভাবে রুবেল শেখকে সৌদিতে পাঠিয়েছি। সেখানে তিনি কর্ম করতে না পারলে এজন্য আমি দায়ী না। রুবেলের সঙ্গে কোনো প্রতারণা করিনি।

সাদুল্লাপুর থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, বাদীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিন যাওয়া হয়। বিষয়টি আরও খতিয়ে দেখা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কলম্বিয়ায় বিমান বিধ্বস্তে জনপ্রিয় সংগীতশিল্পী নিহত

প্রতারকের ফাঁদে পড়ে অসহায় হয়ে পড়েছেন প্রবাসীর স্ত্রী-সন্তান

আপডেট সময় ১০:১৭:১১ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

আকাশ জাতীয় ডেস্ক :

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রেজাউল শেখ নামে এক ব্যক্তির মাধ্যমে সৌদি গিয়ে রুবেল মিয়া প্রতারণার শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আকামা না থাকায় দীর্ঘদিন ধরে কর্মহীন হওয়ার একপর্যায়ে কাজ করতে গিয়ে একটি কোম্পানির মামলায় পড়েন রুবেল মিয়া। এ পরিস্থিতিতে বাড়িতে খেয়ে না খেয়ে আছে তার পরিবারের সদস্যরা।

বুধবার দুপুরে সরেজমিন উপজেলার দামোদরপুর ইউনিয়নের উত্তর ভাঙ্গামোড় গ্রামে গিয়ে দেখা গেছে, প্রবাসী রুবেল মিয়ার মা ও স্ত্রী-সন্তানের আহাজারির দৃশ্য। ঘটনার বিস্তারিত জানতে চাইলে হাউমাউ করে কেঁদে ওঠেন তারা।

এ বিষয়ে সম্প্রতি থানায় ও সেনাক্যাম্পে অভিযোগ করেছেন বলে জানান প্রবাসী রুবেলের স্ত্রী মিনারা বেগম।

অভিযোগ সূত্রে জানা গেছে, দেড় বছর আগে দামোদরপুর ইউনিয়নের উত্তর ভাঙ্গামোড় গ্রামের ছফিয়াল শেখের ছেলে রেজাউল শেখ একই গ্রামের মৃত মোন্তাজ মিয়ার ছেলে রুরেল মিয়াকে সৌদি আরবে যাওয়ার জন্য প্রলোভনে ফেলেন। একপর্যায়ে রুবেল মিয়া ধারদেনা করে রেজাউল শেখকে চার লাখ টাকা দেন।

এরপর প্রাথমিক প্রক্রিয়া শেষে রেজাউল শেখ তার সৌদি প্রবাসী সমন্ধি কামাল মিয়ার কাছে পাঠান। আকামা ছাড়াই সেখানে গিয়ে কর্মহীন হয়ে পড়েন রুবেল। এরপর জীবিকার তাগিদে বিভিন্ন কৌশলে একাধিক কোম্পানি কাজ নিয়েও তা স্থায়ী হয়নি।

উল্টো রেজাউল শেখ ও কামাল মিয়ার কারসাজিতে একটি কোম্পানির মামলায় পড়েন রুবেল মিয়া। এসব ঘটনার শিকার হয়ে সৌদিতে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। বিদ্যমান পরিস্থিতিতে রুবেল মিয়াসহ তার স্ত্রী-সন্তানেরা চরম দুশ্চিন্তায় পড়েছেন বলে জানা গেছে।

এসব তথ্য নিশ্চিত করে ভুক্তভোগী রুবেল মিয়ার স্ত্রী মিনারা বেগম বলেন, আমরা খুব গরিব। বিভিন্ন স্থানে দাদনের টাকা নিয়ে রেজাউল শেখকে চার লাখ টাকা দিয়েছি। আমাদের সরলতার সুযোগ নিয়ে রেজাউল শেখ ও তার সমন্ধি কামাল মিয়া আমার স্বামীকে সৌদিতে নিয়ে গিয়ে প্রতারণা করেছে। এ ঘটনায় সাদুল্লাপুর থানা ও গাইবান্ধা সেনাক্যাম্পে অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।

অভিযুক্ত রেজাউল শেখ বলেন, চার লাখ টাকা নিয়ে বৈধভাবে রুবেল শেখকে সৌদিতে পাঠিয়েছি। সেখানে তিনি কর্ম করতে না পারলে এজন্য আমি দায়ী না। রুবেলের সঙ্গে কোনো প্রতারণা করিনি।

সাদুল্লাপুর থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, বাদীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিন যাওয়া হয়। বিষয়টি আরও খতিয়ে দেখা হবে।