ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

জোরেশোরে মাঠের ফেরার প্রস্তুতি চলছে সাকিবের

আকাশ স্পোর্টস ডেস্ক :

গত সেপ্টেম্বরে সবশেষ ক্রিকেট মাঠে দেখা যায় সাকিব আল হাসানকে। দেশের জার্সিতে তখন ভারতের বিপক্ষে টেস্ট খেলেছিলেন তিনি। কানপুরে ওই টেস্টই জাতীয় দলে তার শেষ ম্যাচ হয়ে থাকে কিনা, সে আলোচনা কিছুটা হলেও আছে। কারণ গেল অক্টোবরে ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষ টেস্ট খেলে এই ফরম্যাটকে বিদায় জানাতে চাইলেও পরিস্থিতির কারণে তা হয়ে ওঠেনি।

দেশে ফিরতে না পেরে কিছুটা বিমর্ষ হয়ে পড়েছেন গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে একপ্রকার স্বেচ্ছা নির্বাসনে থাকা সাকিব। আওয়ামী লীগের রাজনীতিতে জড়ানোই কাল হয়েছে তার জন্য। এর মধ্যে হত্যা মামলাতেও ফেঁসে গেছেন। সবমিলিয়ে এখন দেশে ফেরা এবং দেশের জার্সিতে খেলা বেশ কঠিন তার জন্য।

এমন পরিস্থিতি বিদেশি লিগগুলো তার জন্য আশীর্বাদ হয়ে এসেছে। সামনেই আবুধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে মাঠে নামবেন সাকিব। সেজন্য জোরেশোরে প্রস্তুতি নেওয়া শুরু করেছেন তিনি।

সম্প্রতি পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়েছিলেন সাকিব। সেখান থেকে আবুধাবিতে গিয়েই বাংলা টাইগার্সের ট্রেনারের সঙ্গে জিমে সময় দিচ্ছেন। বাংলা টাইগার্সের ফেসবুক পেজে চোখ রাখলে দেখা যায়, জিম সেশনসহ ফিটনেস ফিরিয়ে আনতে যা যা করা দরকার, তার সবই করছেন এই অলরাউন্ডার।

এছাড়া ফ্লাডলাইটের আলোয় ব্যাটিং অনুশীলনও করতে দেখা যায় সাকিবকে। তার সঙ্গে অনুশীলনে দেখা গেছে আফগান লেগ স্পিনার রশিদ খানকেও।

প্রসঙ্গত, আগামী ২১ নভেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে টি-টেন লিগ। ১০ ওভারের এই টুর্নামেন্ট চলবে ২ ডিসেম্বর পর্যন্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জোরেশোরে মাঠের ফেরার প্রস্তুতি চলছে সাকিবের

আপডেট সময় ০৭:৩৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

আকাশ স্পোর্টস ডেস্ক :

গত সেপ্টেম্বরে সবশেষ ক্রিকেট মাঠে দেখা যায় সাকিব আল হাসানকে। দেশের জার্সিতে তখন ভারতের বিপক্ষে টেস্ট খেলেছিলেন তিনি। কানপুরে ওই টেস্টই জাতীয় দলে তার শেষ ম্যাচ হয়ে থাকে কিনা, সে আলোচনা কিছুটা হলেও আছে। কারণ গেল অক্টোবরে ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষ টেস্ট খেলে এই ফরম্যাটকে বিদায় জানাতে চাইলেও পরিস্থিতির কারণে তা হয়ে ওঠেনি।

দেশে ফিরতে না পেরে কিছুটা বিমর্ষ হয়ে পড়েছেন গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে একপ্রকার স্বেচ্ছা নির্বাসনে থাকা সাকিব। আওয়ামী লীগের রাজনীতিতে জড়ানোই কাল হয়েছে তার জন্য। এর মধ্যে হত্যা মামলাতেও ফেঁসে গেছেন। সবমিলিয়ে এখন দেশে ফেরা এবং দেশের জার্সিতে খেলা বেশ কঠিন তার জন্য।

এমন পরিস্থিতি বিদেশি লিগগুলো তার জন্য আশীর্বাদ হয়ে এসেছে। সামনেই আবুধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে মাঠে নামবেন সাকিব। সেজন্য জোরেশোরে প্রস্তুতি নেওয়া শুরু করেছেন তিনি।

সম্প্রতি পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়েছিলেন সাকিব। সেখান থেকে আবুধাবিতে গিয়েই বাংলা টাইগার্সের ট্রেনারের সঙ্গে জিমে সময় দিচ্ছেন। বাংলা টাইগার্সের ফেসবুক পেজে চোখ রাখলে দেখা যায়, জিম সেশনসহ ফিটনেস ফিরিয়ে আনতে যা যা করা দরকার, তার সবই করছেন এই অলরাউন্ডার।

এছাড়া ফ্লাডলাইটের আলোয় ব্যাটিং অনুশীলনও করতে দেখা যায় সাকিবকে। তার সঙ্গে অনুশীলনে দেখা গেছে আফগান লেগ স্পিনার রশিদ খানকেও।

প্রসঙ্গত, আগামী ২১ নভেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে টি-টেন লিগ। ১০ ওভারের এই টুর্নামেন্ট চলবে ২ ডিসেম্বর পর্যন্ত।