ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

রংপুর রাইডার্সের জার্সিতে ফুটে উঠলো জুলাই অভ্যুত্থান

আকাশ স্পোর্টস ডেস্ক :

বিপিএলের সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের জার্সি মানে নীলের আধিপত্য। তবে গ্লোবাল সুপার লিগকে সামনে রেখ আজ থেকে শুরু করা অনুশীলনে দেখা গেল ভিন্ন জার্সিতে। এবার তাদের জার্সি জুড়ে লাল-সবুজের সমাহার দেখা যাচ্ছে, আর সামনে রয়েছে বাংলাদেশের পতাকা হাতে মানুষের প্রতিচ্ছবি। বুঝাই যাচ্ছে কোনো বিশেষ কিছু ইঙ্গিত দিয়েই এমন জার্সি।

বাংলাদেশ ছাপিয়ে রংপুর এখন যাচ্ছে বিশ্বমঞ্চে। গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টিতে দেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারা। এর সঙ্গে যোগ হয়েছে জুলাইয়ের ছাত্র-জনতা অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের স্বপ্ন। এই জার্সি দিয়ে মূলত গ্লোবাল লিগে সারাদেশের মানুষের সমর্থনও চায় রংপুর। এ নিয়ে বৃহস্পতিবার মিরপুরে কথা বলেন ফ্র্যাঞ্চাইজির টিম ডিরেক্টর শানিয়ান তানিম।

তিনি বলেন, ‘আপনারা যেমন দেখতে পাচ্ছেন, লাল ও সবুজ। আমরা সাধারণত রংপুর রাইডার্সে নীল থিমে জার্সি পরি। কিন্তু আমার কাছে মনে হয় যে যেহেতু আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। অন্তত আমাদের অনুশীলন জার্সিতে লাল-সবুজের দাগ থাকা উচিত।

নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন যেহেতু বাংলাদেশের পতাকাসহ অনেক মানুষ দেখা যাচ্ছে। যেহেতু বাংলাদেশে একটা পরিবর্তন এসেছে এবং যেভাবে করে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ হওয়ার চেষ্টা করছে। ওভাবে করে আমরা বাংলাদেশকে একটা ট্রিবিউট করে এবং বাংলাদেশের পতাকা সবকিছু ব্যবহার করে দেখাতে চাচ্ছি যে রংপুর শুধু এখন রংপুরের দল না, পুরো বাংলাদেশের দল। ’

গ্লোবাল লিগের জন্য সহকারী কোচ মোহাম্মদ আশরাফুলের তত্ত্ববধানে মিরপুরে অনুশীলন শুরু করেছে রংপুর। আগামী ২২ নভেম্বর ক্যারিবিয়ানের উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে তাদের।

তানিম বলেন, ‘আমার কাছে মনে হয় না শুধু ওটার জন্য। যেহেতু আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি। ফর অ্যা লার্জার পিকচার, বাংলাদেশে একটা বড় পরিবর্তন এসেছে, আমরা আশা করছি যে যে পরিবর্তনটাই হবে বাংলাদেশে; সেটা ভালোর জন্য হবে।

সবমিলিয়ে আমি মনে করি আমরা এই পুরো জার্সিটাকে পুরো বাংলাদেশকে ডেডিকেট করতে চাই। বাংলাদেশের প্রতিটা কোণায় যদি এই জার্সিটা দেখে একটু হলেও রংপুরের জন্য সমর্থন আসে, সেটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

রংপুর রাইডার্সের জার্সিতে ফুটে উঠলো জুলাই অভ্যুত্থান

আপডেট সময় ১১:৩৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

আকাশ স্পোর্টস ডেস্ক :

বিপিএলের সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের জার্সি মানে নীলের আধিপত্য। তবে গ্লোবাল সুপার লিগকে সামনে রেখ আজ থেকে শুরু করা অনুশীলনে দেখা গেল ভিন্ন জার্সিতে। এবার তাদের জার্সি জুড়ে লাল-সবুজের সমাহার দেখা যাচ্ছে, আর সামনে রয়েছে বাংলাদেশের পতাকা হাতে মানুষের প্রতিচ্ছবি। বুঝাই যাচ্ছে কোনো বিশেষ কিছু ইঙ্গিত দিয়েই এমন জার্সি।

বাংলাদেশ ছাপিয়ে রংপুর এখন যাচ্ছে বিশ্বমঞ্চে। গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টিতে দেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারা। এর সঙ্গে যোগ হয়েছে জুলাইয়ের ছাত্র-জনতা অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের স্বপ্ন। এই জার্সি দিয়ে মূলত গ্লোবাল লিগে সারাদেশের মানুষের সমর্থনও চায় রংপুর। এ নিয়ে বৃহস্পতিবার মিরপুরে কথা বলেন ফ্র্যাঞ্চাইজির টিম ডিরেক্টর শানিয়ান তানিম।

তিনি বলেন, ‘আপনারা যেমন দেখতে পাচ্ছেন, লাল ও সবুজ। আমরা সাধারণত রংপুর রাইডার্সে নীল থিমে জার্সি পরি। কিন্তু আমার কাছে মনে হয় যে যেহেতু আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। অন্তত আমাদের অনুশীলন জার্সিতে লাল-সবুজের দাগ থাকা উচিত।

নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন যেহেতু বাংলাদেশের পতাকাসহ অনেক মানুষ দেখা যাচ্ছে। যেহেতু বাংলাদেশে একটা পরিবর্তন এসেছে এবং যেভাবে করে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ হওয়ার চেষ্টা করছে। ওভাবে করে আমরা বাংলাদেশকে একটা ট্রিবিউট করে এবং বাংলাদেশের পতাকা সবকিছু ব্যবহার করে দেখাতে চাচ্ছি যে রংপুর শুধু এখন রংপুরের দল না, পুরো বাংলাদেশের দল। ’

গ্লোবাল লিগের জন্য সহকারী কোচ মোহাম্মদ আশরাফুলের তত্ত্ববধানে মিরপুরে অনুশীলন শুরু করেছে রংপুর। আগামী ২২ নভেম্বর ক্যারিবিয়ানের উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে তাদের।

তানিম বলেন, ‘আমার কাছে মনে হয় না শুধু ওটার জন্য। যেহেতু আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি। ফর অ্যা লার্জার পিকচার, বাংলাদেশে একটা বড় পরিবর্তন এসেছে, আমরা আশা করছি যে যে পরিবর্তনটাই হবে বাংলাদেশে; সেটা ভালোর জন্য হবে।

সবমিলিয়ে আমি মনে করি আমরা এই পুরো জার্সিটাকে পুরো বাংলাদেশকে ডেডিকেট করতে চাই। বাংলাদেশের প্রতিটা কোণায় যদি এই জার্সিটা দেখে একটু হলেও রংপুরের জন্য সমর্থন আসে, সেটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে।’