ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

প্রেমিকের সঙ্গে হোটেলে রাত্রিবাস, মিস ইউনিভার্সের মঞ্চ থেকে বহিষ্কৃত সুন্দরী

আকাশ বিনোদন ডেস্ক :

মিস ইউনিভার্সের মঞ্চ থেকে বহিষ্কৃত হয়েছেন পানামার প্রতিনিধিত্বকারী ইতালি মোরা। প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের মাত্র কয়েকদিন আগে তাকে অযোগ্য ঘোষণা করা হলো।

জানা গেছে, নিয়ম ভেঙে হোটেলে গিয়ে প্রেমিকের সঙ্গে রাত্রিবাস করছিলেন তিনি। এর জেরেই প্রতিযোগিতা থেকে বহিষ্কার করা হয়েছে তাকে।

যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি মিস ইউনিভার্স আয়োজকদের পক্ষ থেকে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ইতালি মোরা প্রেমিক জুয়ান আবাদিয়ার সাথে মেক্সিকোতে আলাদা হোটেল রুমে আয়োজকদের অনুমতি ছাড়াই থাকছিলেন বলে অভিযোগ রয়েছে।

প্রতিবেদন থেকে আরও জানা গেছে, প্রতিযোগিতার শুরু থেকেই বিতর্কে জড়ান ১৯ বছর বয়সী এই সুন্দরী। মোরার দাবি, তার জন্য সঠিক পোশাকের ব্যবস্থা করেননি মিস ইউনিভার্স পানামার আয়োজকরা। তাই বাধ্য হয়ে তার প্রেমিক জুয়ান আবাদিয়াই ৭ হাজার ডলার খরচ করে ক্যারোলিনা হেরেরার ডিজাইন করা পোশাক কিনে দেন প্রতিযোগিতায় পরার জন্য। শোনা যায়, মোরার মেকআপ এবং হোটেলের খরচ দেওয়ার সক্ষমতাও নাকি নেই পানামার মিস ইউনিভার্স আয়োজকদের। সেই খরচও বহন করেন জুয়ান। মিস ইউনিভার্সের নিয়ম অনুযায়ী, প্রেমিকের সঙ্গে এক হোটেলে থাকতে পারবেন না কোনও প্রতিযোগী। কিন্তু সেই নিয়ম ভেঙেছেন ইতালি মোরা। আর এ কারণেই তাকে প্রতিযোগিতা থেকে বহিষ্কার করা হয়।

তবে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, মোরার ব্যক্তিগত ‘অপরাধ’-এর জন্যই তিনি বাদ পড়ছেন প্রতিযোগিতা থেকে। পানামার পক্ষ থেকে জানানো হয়, মিস ইউনিভার্সে নতুন করে কোনও প্রতিযোগীকে পাঠানো সম্ভব হবে না। এমনকি মিস পানামার খেতাবও কেড়ে নেওয়া হয়েছে মোরার থেকে।

আগামী ১৬ নভেম্বর মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে মিস ইউনিভার্স প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। এতে ১৩০ জন আন্তর্জাতিক প্রতিনিধির মধ্যে প্রতিদ্বন্দ্বিতার কথা ছিল ইতালি মোরার। কিন্তু তার আগেই প্রতিযোগিতা থেকে ছিটকে পড়তে হলো তাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

প্রেমিকের সঙ্গে হোটেলে রাত্রিবাস, মিস ইউনিভার্সের মঞ্চ থেকে বহিষ্কৃত সুন্দরী

আপডেট সময় ১১:৪২:০৪ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

আকাশ বিনোদন ডেস্ক :

মিস ইউনিভার্সের মঞ্চ থেকে বহিষ্কৃত হয়েছেন পানামার প্রতিনিধিত্বকারী ইতালি মোরা। প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের মাত্র কয়েকদিন আগে তাকে অযোগ্য ঘোষণা করা হলো।

জানা গেছে, নিয়ম ভেঙে হোটেলে গিয়ে প্রেমিকের সঙ্গে রাত্রিবাস করছিলেন তিনি। এর জেরেই প্রতিযোগিতা থেকে বহিষ্কার করা হয়েছে তাকে।

যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি মিস ইউনিভার্স আয়োজকদের পক্ষ থেকে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ইতালি মোরা প্রেমিক জুয়ান আবাদিয়ার সাথে মেক্সিকোতে আলাদা হোটেল রুমে আয়োজকদের অনুমতি ছাড়াই থাকছিলেন বলে অভিযোগ রয়েছে।

প্রতিবেদন থেকে আরও জানা গেছে, প্রতিযোগিতার শুরু থেকেই বিতর্কে জড়ান ১৯ বছর বয়সী এই সুন্দরী। মোরার দাবি, তার জন্য সঠিক পোশাকের ব্যবস্থা করেননি মিস ইউনিভার্স পানামার আয়োজকরা। তাই বাধ্য হয়ে তার প্রেমিক জুয়ান আবাদিয়াই ৭ হাজার ডলার খরচ করে ক্যারোলিনা হেরেরার ডিজাইন করা পোশাক কিনে দেন প্রতিযোগিতায় পরার জন্য। শোনা যায়, মোরার মেকআপ এবং হোটেলের খরচ দেওয়ার সক্ষমতাও নাকি নেই পানামার মিস ইউনিভার্স আয়োজকদের। সেই খরচও বহন করেন জুয়ান। মিস ইউনিভার্সের নিয়ম অনুযায়ী, প্রেমিকের সঙ্গে এক হোটেলে থাকতে পারবেন না কোনও প্রতিযোগী। কিন্তু সেই নিয়ম ভেঙেছেন ইতালি মোরা। আর এ কারণেই তাকে প্রতিযোগিতা থেকে বহিষ্কার করা হয়।

তবে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, মোরার ব্যক্তিগত ‘অপরাধ’-এর জন্যই তিনি বাদ পড়ছেন প্রতিযোগিতা থেকে। পানামার পক্ষ থেকে জানানো হয়, মিস ইউনিভার্সে নতুন করে কোনও প্রতিযোগীকে পাঠানো সম্ভব হবে না। এমনকি মিস পানামার খেতাবও কেড়ে নেওয়া হয়েছে মোরার থেকে।

আগামী ১৬ নভেম্বর মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে মিস ইউনিভার্স প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। এতে ১৩০ জন আন্তর্জাতিক প্রতিনিধির মধ্যে প্রতিদ্বন্দ্বিতার কথা ছিল ইতালি মোরার। কিন্তু তার আগেই প্রতিযোগিতা থেকে ছিটকে পড়তে হলো তাকে।