ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

যৌন নিপীড়নের দায়ে ফরাসি ফুটবলারের জেল

আকাশ স্পোর্টস ডেস্ক :

ফ্রান্সে এক নারীকে যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় শাস্তি পেতে যাচ্ছেন ফুটবলার উইসাম বেন ইয়েদের (৩৪)। দেশটির আদালত ফরাসি এই স্ট্রাইকারকে দুই বছরের স্থগিত কারাদণ্ড দিয়েছেন।

তবে প্রসিকিউটর ১৮ মাসের স্থগিতসহ এই ফুটবলারের দুই বছর ছয় মাসের কারাদণ্ড চেয়েছিলেন। বাদীর এক আইনজীবী আদালতে নিপীড়নের শিকার নারীকে ২৫ হাজার ইউরো ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। কিন্তু অভিযুক্ত বেন ইয়েদারকে ক্ষতিপূরণ হিসেবে ভুক্তভোগীকে ৫ হাজার ইউরো দিতে নির্দেশ দিয়েছে ফ্রান্সের নিস শহরের আদালত। সেই সঙ্গে ওই নারীর চিকিৎসা ব্যয়ও বহন করতে হবে এই ফুটবল তারকাকে।

শাস্তির ঘোষণার বিরোধিতা করে বেন ইয়েদারের আইনজীবী দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, বেন ইয়েদার নেশাগ্রস্থ অবস্থায় যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। আদালতে বেন ইয়েদার নিজে দাবি করেন, তিনি মাতাল ছিলেন। ওই অবস্থায় কোনো যৌন নিপীড়নের কথা তার মনে নেই।

এর আগে গত সেপ্টেম্বরে বেন ইয়েদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক নারী। এতে বলা হয়, ফ্রেঞ্চ রিভেরায় নিজের গাড়িতে ওই নারীর ওপর যৌন নিপীড়ন চালান বেন ইয়েদার। ঘটনার পর পুলিশ তাকে গাড়ি থামাতে বললেও তিনি পালিয়ে যান। পরে তাকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার ড্রাইভিং লাইসেন্সও ৬ মাসের জন্য স্থগিত করা হয়। এর আগে গত বছর আরেকটি ঘটনায় বেন ইয়েদারের বিরুদ্ধে ধর্ষণ, ধর্ষণের চেষ্টা এবং যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছিল। ঘটনাটি ঘটেছে ফ্রান্সের দক্ষিণে।

উল্লেখ্য, গত মৌসুম শেষে মোনাকোর সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর থেকে ক্লাবহীন অবস্থায় আছেন বেন ইয়েদার। দলটির হয়ে ২০১ ম্যাচে তিনি গোল করেন ১১৮টি, ক্লাবটির হয়ে যা দ্বিতীয় সর্বোচ্চ। ফ্রান্সের হয়ে তিনি খেলেছেন ১৯ ম্যাচ। সবশেষ তিনি জাতীয় দলের হয়ে খেলেছেন ২০২২ সালের জুনে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

যৌন নিপীড়নের দায়ে ফরাসি ফুটবলারের জেল

আপডেট সময় ০২:৫৭:০১ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

আকাশ স্পোর্টস ডেস্ক :

ফ্রান্সে এক নারীকে যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় শাস্তি পেতে যাচ্ছেন ফুটবলার উইসাম বেন ইয়েদের (৩৪)। দেশটির আদালত ফরাসি এই স্ট্রাইকারকে দুই বছরের স্থগিত কারাদণ্ড দিয়েছেন।

তবে প্রসিকিউটর ১৮ মাসের স্থগিতসহ এই ফুটবলারের দুই বছর ছয় মাসের কারাদণ্ড চেয়েছিলেন। বাদীর এক আইনজীবী আদালতে নিপীড়নের শিকার নারীকে ২৫ হাজার ইউরো ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। কিন্তু অভিযুক্ত বেন ইয়েদারকে ক্ষতিপূরণ হিসেবে ভুক্তভোগীকে ৫ হাজার ইউরো দিতে নির্দেশ দিয়েছে ফ্রান্সের নিস শহরের আদালত। সেই সঙ্গে ওই নারীর চিকিৎসা ব্যয়ও বহন করতে হবে এই ফুটবল তারকাকে।

শাস্তির ঘোষণার বিরোধিতা করে বেন ইয়েদারের আইনজীবী দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, বেন ইয়েদার নেশাগ্রস্থ অবস্থায় যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। আদালতে বেন ইয়েদার নিজে দাবি করেন, তিনি মাতাল ছিলেন। ওই অবস্থায় কোনো যৌন নিপীড়নের কথা তার মনে নেই।

এর আগে গত সেপ্টেম্বরে বেন ইয়েদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক নারী। এতে বলা হয়, ফ্রেঞ্চ রিভেরায় নিজের গাড়িতে ওই নারীর ওপর যৌন নিপীড়ন চালান বেন ইয়েদার। ঘটনার পর পুলিশ তাকে গাড়ি থামাতে বললেও তিনি পালিয়ে যান। পরে তাকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার ড্রাইভিং লাইসেন্সও ৬ মাসের জন্য স্থগিত করা হয়। এর আগে গত বছর আরেকটি ঘটনায় বেন ইয়েদারের বিরুদ্ধে ধর্ষণ, ধর্ষণের চেষ্টা এবং যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছিল। ঘটনাটি ঘটেছে ফ্রান্সের দক্ষিণে।

উল্লেখ্য, গত মৌসুম শেষে মোনাকোর সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর থেকে ক্লাবহীন অবস্থায় আছেন বেন ইয়েদার। দলটির হয়ে ২০১ ম্যাচে তিনি গোল করেন ১১৮টি, ক্লাবটির হয়ে যা দ্বিতীয় সর্বোচ্চ। ফ্রান্সের হয়ে তিনি খেলেছেন ১৯ ম্যাচ। সবশেষ তিনি জাতীয় দলের হয়ে খেলেছেন ২০২২ সালের জুনে।