আকাশ জাতীয় ডেস্ক :
ময়মনসিংহের হালুয়াঘাটে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার ঘটনার শিকার বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীর (১৫) মা ধর্ষণের অভিযোগ এনে শরীফ খান ওরফে বাবুকে (২২) অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলা রুজু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে হালুয়াঘাট থানার উপ-পরিদর্শক শুভ্র সাহা ও সঙ্গীয় ফোর্সদের মাধ্যমে অভিযান চালিয়ে শরীফ খান ওরফে বাবুকে গ্রেফতার করেন।
গ্রেফতার শরীফ খান ওরফে বাবু উপজেলার স্বদেশী ইউনিয়নের মধ্য নাশুল্ল্যা গ্রামের মো. রইছ উদ্দিনের ছেলে। ভিকটিম ও অভিযুক্ত শরীফ খান ওরফে বাবু তারা একে অপরের প্রতিবেশী বলে জানা যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা শুভ্র সাহা জানান, গত ১৫ অক্টোবর সকালের দিকে ওই বুদ্ধি প্রতিবন্ধীর মা খাদ্যবান্ধব কর্মসূচির চাল সংগ্রহ করতে নিকটস্থ ইউপি পরিষদে যান। সেই সুযোগে ভিকটিমকে শরীফ খান ওরফে বাবু তার বসতঘরে এনে ধর্ষণ করে। ঘটনার পর বুদ্ধি প্রতিবন্ধীর মা চাল নিয়ে ফিরে এসে ভিকটিমকে গোসল করানোর সময় কাপড় ছেঁড়া পেয়ে বিষয়টিতে সন্দেহ জাগে। একপর্যায়ে ভিকটিমকে জিজ্ঞাসা করলে মায়ের কাছে ঘটনার বিষয়টি জানায়।
ঘটনার পরদিন মা তার মেয়েকে নিয়ে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে যান। ভিকটিমের স্বাস্থ্যগত অবস্থা দেখে কর্তব্যরত চিকিৎসকরা ময়মনসিংহ মেডিকেলে যেতে পরামর্শ প্রদান করেন। তারপর মেয়েকে ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হওয়া হয়। সেখানকার চিকিৎসকরা ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করান। স্থানীয়রা মীমাংসার মাধ্যমে বিষয়টি ধামাচাপা দিতে তৎপর ছিলেন। তবে স্বজনদের পরামর্শে থানা পুলিশের শরণাপন্ন হতে বলেন। অভিযোগের সূত্র ধরে দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় থানা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে, এমন একটি ঘটনা আমরা জানতে পারি। তারপর পুলিশি তৎপরতায় থানায় এসে লিখিতভাবে অভিযোগ করেন কিশোরীর মা। আইন অনুযায়ী ধর্ষণের দায়ে অভিযুক্তকে গ্রেফতার করে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে এবং ভিকটিমের ডাক্তারি পরীক্ষা ও অন্যান্য কার্যক্রম প্রক্রিয়াধীন।
আকাশ নিউজ ডেস্ক 

























