ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আ.লীগ দেশ বিক্রি করে অবৈধভাবে ক্ষমতা ভোগ করেছিল: আসিফ নজরুল প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির প্রতিনিধিদলের বৈঠক গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, একজনের মৃত্যু ভোটের মাঠে ১ লাখ সেনাসহ থাকবে ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে: জোনায়েদ সাকি অনিয়মের প্রমাণ থাকলে যেকোনো বিচার মেনে নিতে প্রস্তুত: আসিফ এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, প্রাণে রক্ষা পেলেন রোগীসহ চারজন ক্ষমতা হস্তান্তর ও গণভোট নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রচেষ্টা অভিযোগ প্রেস সচিবের ‘ক্ষমতায় গেলে গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারকে পুনর্বাসন করবে বিএনপি’:রিজভী

পুতিন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন: জাতিসংঘ মহাসচিব

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

উন্নয়নশীল অর্থনীতির ব্লক ব্রিকসের ১৬তম শীর্ষ সম্মেলনের সাইডলাইনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৈঠকে প্রতিবেশী দেশ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কথা উল্লেখ্য করে পুতিনকে তার জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়টি জানান গুতেরেস।

রাশিয়ার কাজানে ব্রিকস সম্মেলনে অংশ নিয়ে পুতিনের সঙ্গে দেখা করার পর বক্তৃতায় ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান গুতেরেস। বিষয়টি নিশ্চিত করেছেন তার মুখপাত্র।

পুতিনের সঙ্গে বৈঠকের বিষয়ে মুখপাত্র বলেন, ‘জাতিসংঘ মহাসচিব তার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন যে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ছিল।’

এছাড়াও গুতেরেস ‘কৃষ্ণ সাগরে নৌচলাচলের স্বাধীনতা প্রতিষ্ঠার’ প্রতি তার প্রতিশ্রুতির উপর জোর দিয়েছেন। জানিয়েছেন, এই পদক্ষেপটি ইউক্রেন এবং রাশিয়া উভয়ের পাশাপাশি বিশ্বব্যাপী ‘খাদ্য ও শক্তি নিরাপত্তা’ উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। এছাড়াও যুদ্ধ বন্ধে তুরস্কের মধ্যস্থতার প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন গুতেরেস। সেই সঙ্গে এই বিষয়ে আলোচনা অব্যাহত রাখার বিষয়ে সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন।’

এর আগে সবশেষ ২০২২ সালে বৈঠক করেছিলেন গুতেরেস এবং পুতিন। এবারের বৈঠকে ইউক্রেন যুদ্ধ ছাড়াও মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়েও আলোচনা করেছেন দু’জনে। বিশেষ করে গাজা এবং লেবাননে যুদ্ধবিরতি প্রয়োজন, সেইসাথে আরও আঞ্চলিক উত্তেজনা এড়াতে কি করা যায় তা নিয়েও আলোচনা করেছেন গুতেরেস ও পুতিন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুতিন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন: জাতিসংঘ মহাসচিব

আপডেট সময় ০৩:০৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

উন্নয়নশীল অর্থনীতির ব্লক ব্রিকসের ১৬তম শীর্ষ সম্মেলনের সাইডলাইনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৈঠকে প্রতিবেশী দেশ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কথা উল্লেখ্য করে পুতিনকে তার জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়টি জানান গুতেরেস।

রাশিয়ার কাজানে ব্রিকস সম্মেলনে অংশ নিয়ে পুতিনের সঙ্গে দেখা করার পর বক্তৃতায় ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান গুতেরেস। বিষয়টি নিশ্চিত করেছেন তার মুখপাত্র।

পুতিনের সঙ্গে বৈঠকের বিষয়ে মুখপাত্র বলেন, ‘জাতিসংঘ মহাসচিব তার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন যে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ছিল।’

এছাড়াও গুতেরেস ‘কৃষ্ণ সাগরে নৌচলাচলের স্বাধীনতা প্রতিষ্ঠার’ প্রতি তার প্রতিশ্রুতির উপর জোর দিয়েছেন। জানিয়েছেন, এই পদক্ষেপটি ইউক্রেন এবং রাশিয়া উভয়ের পাশাপাশি বিশ্বব্যাপী ‘খাদ্য ও শক্তি নিরাপত্তা’ উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। এছাড়াও যুদ্ধ বন্ধে তুরস্কের মধ্যস্থতার প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন গুতেরেস। সেই সঙ্গে এই বিষয়ে আলোচনা অব্যাহত রাখার বিষয়ে সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন।’

এর আগে সবশেষ ২০২২ সালে বৈঠক করেছিলেন গুতেরেস এবং পুতিন। এবারের বৈঠকে ইউক্রেন যুদ্ধ ছাড়াও মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়েও আলোচনা করেছেন দু’জনে। বিশেষ করে গাজা এবং লেবাননে যুদ্ধবিরতি প্রয়োজন, সেইসাথে আরও আঞ্চলিক উত্তেজনা এড়াতে কি করা যায় তা নিয়েও আলোচনা করেছেন গুতেরেস ও পুতিন।