ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

তোশাখানা মামলায় জামিন পেলেন ইমরান খানের স্ত্রী বুশরা

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

তোশাখানা মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে জামিন দেওয়ার নির্দেশ দিয়েছেন ইসলামাবাদের একটি বিশেষ কেন্দ্রীয় বিচারক আদালত।

বিচারক শাহরুখ আরজুমান্দের আদালতে জামিন আবেদনের পর বিচারপতি কাজী ফয়েজ ঈসার আদালতে এই সিদ্ধান্ত আসে। তোশাখানা মামলাটি ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালীন প্রাপ্ত উপহারের অপব্যবহার সম্পর্কিত অভিযোগের ভিত্তিতে করা হয়েছিল।

বিচার চলাকালীন, বিচারপতি মিয়ান গুল হাসান আওরঙ্গজেব দুটি মামলার মধ্যে মিল উল্লেখ করেন, ঈসা মামলায় একজন স্বামীকে তার স্ত্রীর কর্মের জন্য কীভাবে দায়বদ্ধ করা হয়েছিল তা তুলে ধরেন।

যার প্রেক্ষিতে ইসলামাবাদ হাইকোর্ট তোশাখানা মামলায় বুশরা বিবির জামিন আবেদন মঞ্জুর করেন এবং ১০ লাখ টাকা জামানতের মাধ্যমে তাকে জামিনে মুক্তির নির্দেশ দেন।

এর আগে, গত ৩ অক্টোবর ইসলামাবাদ হাইকোর্টে তোশাখানা মামলায় জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ চৌধুরি। ওই সময় দায়ের করা পিটিশনে বলা হয়, আবেদনকারী একজন গৃহিণী এবং তার বিরুদ্ধে অভিযোগগুলি ভিত্তিহীন।

এছাড়া পিটিশনে আরও উল্লেখ করা হয় যে তদন্তটি স্বচ্ছ নয় এবং এই মামলার উদ্দেশ্য ছিল আবেদনকারীকে কারাগারে রাখা। একই মামলাটি বিভিন্ন কোণ থেকে পরিচালিত হচ্ছে বলেও পিটিশনে বলা হয়।

উল্লেখ্য, ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান। ওই সময় রাষ্ট্রীয় কোষাগার থেকে ১৪০ কোটি রুপি মূল্যের উপহার বেআইনিভাবে বিক্রিসহ একাধিক মামলায় কারাগারে রয়েছেন ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। যেই মামলায় গত জানুয়ারিতে ১৪ বছর করে কারাদণ্ড হয় তাদের।

জামিন পাওয়ার পর এখন বুশরা বিবি ছাড়া পাবেন, নাকি অন্য অভিযোগে তাকে কারাগারেই রাখা হবে তা পরিষ্কার নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

তোশাখানা মামলায় জামিন পেলেন ইমরান খানের স্ত্রী বুশরা

আপডেট সময় ০৬:০৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

তোশাখানা মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে জামিন দেওয়ার নির্দেশ দিয়েছেন ইসলামাবাদের একটি বিশেষ কেন্দ্রীয় বিচারক আদালত।

বিচারক শাহরুখ আরজুমান্দের আদালতে জামিন আবেদনের পর বিচারপতি কাজী ফয়েজ ঈসার আদালতে এই সিদ্ধান্ত আসে। তোশাখানা মামলাটি ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালীন প্রাপ্ত উপহারের অপব্যবহার সম্পর্কিত অভিযোগের ভিত্তিতে করা হয়েছিল।

বিচার চলাকালীন, বিচারপতি মিয়ান গুল হাসান আওরঙ্গজেব দুটি মামলার মধ্যে মিল উল্লেখ করেন, ঈসা মামলায় একজন স্বামীকে তার স্ত্রীর কর্মের জন্য কীভাবে দায়বদ্ধ করা হয়েছিল তা তুলে ধরেন।

যার প্রেক্ষিতে ইসলামাবাদ হাইকোর্ট তোশাখানা মামলায় বুশরা বিবির জামিন আবেদন মঞ্জুর করেন এবং ১০ লাখ টাকা জামানতের মাধ্যমে তাকে জামিনে মুক্তির নির্দেশ দেন।

এর আগে, গত ৩ অক্টোবর ইসলামাবাদ হাইকোর্টে তোশাখানা মামলায় জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ চৌধুরি। ওই সময় দায়ের করা পিটিশনে বলা হয়, আবেদনকারী একজন গৃহিণী এবং তার বিরুদ্ধে অভিযোগগুলি ভিত্তিহীন।

এছাড়া পিটিশনে আরও উল্লেখ করা হয় যে তদন্তটি স্বচ্ছ নয় এবং এই মামলার উদ্দেশ্য ছিল আবেদনকারীকে কারাগারে রাখা। একই মামলাটি বিভিন্ন কোণ থেকে পরিচালিত হচ্ছে বলেও পিটিশনে বলা হয়।

উল্লেখ্য, ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান। ওই সময় রাষ্ট্রীয় কোষাগার থেকে ১৪০ কোটি রুপি মূল্যের উপহার বেআইনিভাবে বিক্রিসহ একাধিক মামলায় কারাগারে রয়েছেন ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। যেই মামলায় গত জানুয়ারিতে ১৪ বছর করে কারাদণ্ড হয় তাদের।

জামিন পাওয়ার পর এখন বুশরা বিবি ছাড়া পাবেন, নাকি অন্য অভিযোগে তাকে কারাগারেই রাখা হবে তা পরিষ্কার নয়।