অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
বৃহস্পতিবার ভারতের পুনেতে এক সফটওয়্যার প্রকৌশলী চাকরির নিরাপত্তা না পেয়ে হতাশায় বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। যুবকটি পেশায় একজন সফটওয়্যার প্রকৌশলী। আত্মহত্যার আগে ওই যুবক একটি চিরকুট লিখে গেছেন। সেখানেই তিনি নিজের মৃত্যুর জন্য চাকরির নিরাপত্তাহীনতাকে দায়ী করেছেন।চিরকুটে গুরুপ্রসাদ লিখেছেন, আইটি খাতে চাকরির কোনো নিরাপত্তা নেই। আমি আমার পরিবার নিয়ে খুব উদ্বিগ্ন।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার পুনের একটি হোটেল থেকে সে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে। তার আগে একটি সুইসাইড নোটে আত্মহত্যার কারণ জানিয়ে গেছেন এই যুবক।লাফিয়ে পড়ে আত্মহত্যার আগে ওই যুবক নিজের হাত কাটার চেষ্টা করেছিলেন বলেও জানিয়েছে পুলিশ।
হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে গোপীকৃষ্ণ গুরুপ্রাসাদ নামে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আকাশ নিউজ ডেস্ক 

























