ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

শাহিনকে নিয়ে পিসিবির বিরুদ্ধে ‘বিস্ফোরক’ বক্তব্য আফ্রিদির

আকাশ স্পোর্টস ডেস্ক:

গত জুলাইয়ে গলেতে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে হাঁটুতে চোট পেয়ে ক্রিকেট থেকেই ছিটকে যান শাহিন শাহ আফ্রিদি। নেদারল্যান্ডস সিরিজসহ এশিয়া কাপে অংশ নিতে পারেননি এ পেসার।

ইতোমধ্যে চোট সেরে ওঠায় তাকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়েছে। জাতীয় দলে শাহিনের ফেরা নিয়ে যখন তৃপ্ত তার ভক্তরা, তখন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) জড়িয়ে বিস্ফোরক দাবি করলেন শহিদ আফ্রিদি। আফ্রিদির এ বক্তব্য পাকিস্তানসহ ক্রিকেটবিশ্বেই তোলপাড় সৃষ্টি করেছে।

পাকিস্তানের সাবেক অধিনায়কের দাবি, শাহিন শাহ আফ্রিদির চিকিৎসায় পিসিবি কিছুই করেনি। নিজের পকেটের টাকা খরচ করে লন্ডনে গিয়ে চিকিৎসা করিয়েছেন শাহিন। জামাতাকে অর্থ দিয়ে সহায়তা করেছেন তিনি নিজে।

বৃহস্পতিবার পাকিস্তানের সামা টিভির এক অনুষ্ঠানে হাজির হয়ে শাহিনের চোট সেরে বিশ্বকাপ দলে যোগদান নিয়ে কথা বলেন শহিদ আফ্রিদি।

রীতিমতো ক্ষোভ উগরে দেন পিসিবির ওপর। তিনি বলেন, ‘শাহিন ওর নিজের টাকায় ইংল্যান্ডে গিয়েছিল। নিজের খরচে ইংল্যান্ডে থেকেছে। এখান থেকে ডাক্তারের ব্যবস্থা করেছিলাম আমি। তবে ওখানে গিয়ে ও নিজেই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেছে। পিসিবি ওর চিকিৎসার জন্য কিছুই করেনি।’

পাকিস্তানের আন্তর্জাতিক সফরের ডিরেক্টর জাকির খানই শুধু শাহিনের খোঁজ নিয়েছিলেন বলে জানালেন আফ্রিদি।

সাবেক অলরাউন্ডার বলেন, ‘চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা থেকে শুরু করে লন্ডনে হোটেল রুম এবং খাবারের খরচ, ডাক্তারের প্রেসক্রিশনের খরচসহ সবই নিজের পকেট থেকে করেছে শাহিন। পিসিবির কেউ যোগাযোগ করেনি। যতদূর আমি জানি, কেবল জাকির খান দু-একবার শাহিনের সঙ্গে কথা বলেছিল। কিন্তু সেটি কথা পর্যন্তই।’

এদিকে আফ্রিদির এমন সব দাবির মধ্যেই পিসিবি জানিয়েছে, লন্ডনে চিকিৎসাখরচ বাবদ শাহিন শাহের ব্যক্তিগত সব খরচ তাকে দেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহিনকে নিয়ে পিসিবির বিরুদ্ধে ‘বিস্ফোরক’ বক্তব্য আফ্রিদির

আপডেট সময় ০৫:৫৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২

আকাশ স্পোর্টস ডেস্ক:

গত জুলাইয়ে গলেতে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে হাঁটুতে চোট পেয়ে ক্রিকেট থেকেই ছিটকে যান শাহিন শাহ আফ্রিদি। নেদারল্যান্ডস সিরিজসহ এশিয়া কাপে অংশ নিতে পারেননি এ পেসার।

ইতোমধ্যে চোট সেরে ওঠায় তাকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়েছে। জাতীয় দলে শাহিনের ফেরা নিয়ে যখন তৃপ্ত তার ভক্তরা, তখন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) জড়িয়ে বিস্ফোরক দাবি করলেন শহিদ আফ্রিদি। আফ্রিদির এ বক্তব্য পাকিস্তানসহ ক্রিকেটবিশ্বেই তোলপাড় সৃষ্টি করেছে।

পাকিস্তানের সাবেক অধিনায়কের দাবি, শাহিন শাহ আফ্রিদির চিকিৎসায় পিসিবি কিছুই করেনি। নিজের পকেটের টাকা খরচ করে লন্ডনে গিয়ে চিকিৎসা করিয়েছেন শাহিন। জামাতাকে অর্থ দিয়ে সহায়তা করেছেন তিনি নিজে।

বৃহস্পতিবার পাকিস্তানের সামা টিভির এক অনুষ্ঠানে হাজির হয়ে শাহিনের চোট সেরে বিশ্বকাপ দলে যোগদান নিয়ে কথা বলেন শহিদ আফ্রিদি।

রীতিমতো ক্ষোভ উগরে দেন পিসিবির ওপর। তিনি বলেন, ‘শাহিন ওর নিজের টাকায় ইংল্যান্ডে গিয়েছিল। নিজের খরচে ইংল্যান্ডে থেকেছে। এখান থেকে ডাক্তারের ব্যবস্থা করেছিলাম আমি। তবে ওখানে গিয়ে ও নিজেই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেছে। পিসিবি ওর চিকিৎসার জন্য কিছুই করেনি।’

পাকিস্তানের আন্তর্জাতিক সফরের ডিরেক্টর জাকির খানই শুধু শাহিনের খোঁজ নিয়েছিলেন বলে জানালেন আফ্রিদি।

সাবেক অলরাউন্ডার বলেন, ‘চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা থেকে শুরু করে লন্ডনে হোটেল রুম এবং খাবারের খরচ, ডাক্তারের প্রেসক্রিশনের খরচসহ সবই নিজের পকেট থেকে করেছে শাহিন। পিসিবির কেউ যোগাযোগ করেনি। যতদূর আমি জানি, কেবল জাকির খান দু-একবার শাহিনের সঙ্গে কথা বলেছিল। কিন্তু সেটি কথা পর্যন্তই।’

এদিকে আফ্রিদির এমন সব দাবির মধ্যেই পিসিবি জানিয়েছে, লন্ডনে চিকিৎসাখরচ বাবদ শাহিন শাহের ব্যক্তিগত সব খরচ তাকে দেওয়া হবে।