অাকাশ জাতীয় ডেস্ক:
ঠাকুরগাঁও ৩০ বিজিবির চোরাচালান বিরোধী বিশেষ অভিযানের আওতায় হরিপুর উপজেলার চারটি গ্রাম থেকে ভারতীয় মূল্যবান কষ্টিপাথর উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ৩০ বিজিবির প্যারেড গ্রাউন্ড সংলগ্ন ছাউনিতে এ উপলক্ষে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করে ৩০ বিজিবি।
এতে জানানো হয়, সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করে আনুমানিক ১ কোটি ১৫ লাখ টাকা মূল্যের এসব কষ্টিপাথর উদ্ধার করা হয়। ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল খাদেমুল বাসারের নেতৃত্বে নির্বাহী ম্যজিস্ট্রেট মাহবুবুল আলমের উপস্থিতিতে হরিপুর উপজেলার চারটি গ্রাম থেকে এই কষ্টিপাথর উদ্ধার করা হয়।
এসময় ৩০ বিজিবির অধিনায়ক বলেন, মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অনুষ্ঠানে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা ও প্রেসক্লাব সভাপতি আবু তোরাব মানিক উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 
























