ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

পাবনায় রিকশাচালককে কুপিয়ে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

পাবনার বেড়া উপজেলায় মোয়াজ্জেম শেখ (৪৩) নামের এক রিকশাচালককে কুপিয়ে হত্যা করেছে বখাটে। এ ঘটনায় গুরুতর আহত হাসনা বেগম (৩৬) নামের এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (০৩ অক্টোবর) সকাল আটটার দিকে উপজেলার দাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, জামাই প্রবাসে থাকায় মোয়াজ্জেম শেখের বড় মেয়ে তার বাড়িতে থাকেন। পাশের বাড়িতে থাকেন দুসম্পর্কের আত্মীয় আছান শেখের বখাটে পুত্র সবুজ হোসেন (২৫)। স্বামী বিদেশে থাকায় মোয়াজ্জেম শেখের মেয়ের একাকিত্বের সুযোগ নিয়ে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিতো সবুজ। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে জানান স্থানীয়রা।

এ নিয়ে দুই পরিবারের সাথে মাঝে মধ্যেই ঝগড়া বিবাদ হতো। ইতিপূর্বে গ্রাম্য শালিসও হয়েছে। মঙ্গলবার সকালে সবুজ ওই প্রবাসীর স্ত্রীকে হাত ধরে নিয়ে যেতে চাইলে বাবা মোয়াজ্জেম শেখ বাধা দেন। এ সময় উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সবুজ ছুরি দিয়ে মোয়াজ্জেম শেখের বুকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় হাসনা বেগম নামের এক আত্মীয় তাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করেন বখাটে সবুজ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত হাসনা বেগমকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ সুপার জিহাদুল কবির জানান, নিহত মোয়াজ্জেম শেখের মেয়েকে উদ্ধারে পুলিশ কাজ করছে। একইসাথে পুলিশ ঘাতক সবুজকে ধরতে বিশেষ অভিযান চালাচ্ছে। আশা করছি খুব শিগগির নারীকে উদ্ধার ও ঘাতককে গ্রেপ্তার করতে সক্ষম হবে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

পাবনায় রিকশাচালককে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০১:০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

পাবনার বেড়া উপজেলায় মোয়াজ্জেম শেখ (৪৩) নামের এক রিকশাচালককে কুপিয়ে হত্যা করেছে বখাটে। এ ঘটনায় গুরুতর আহত হাসনা বেগম (৩৬) নামের এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (০৩ অক্টোবর) সকাল আটটার দিকে উপজেলার দাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, জামাই প্রবাসে থাকায় মোয়াজ্জেম শেখের বড় মেয়ে তার বাড়িতে থাকেন। পাশের বাড়িতে থাকেন দুসম্পর্কের আত্মীয় আছান শেখের বখাটে পুত্র সবুজ হোসেন (২৫)। স্বামী বিদেশে থাকায় মোয়াজ্জেম শেখের মেয়ের একাকিত্বের সুযোগ নিয়ে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিতো সবুজ। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে জানান স্থানীয়রা।

এ নিয়ে দুই পরিবারের সাথে মাঝে মধ্যেই ঝগড়া বিবাদ হতো। ইতিপূর্বে গ্রাম্য শালিসও হয়েছে। মঙ্গলবার সকালে সবুজ ওই প্রবাসীর স্ত্রীকে হাত ধরে নিয়ে যেতে চাইলে বাবা মোয়াজ্জেম শেখ বাধা দেন। এ সময় উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সবুজ ছুরি দিয়ে মোয়াজ্জেম শেখের বুকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় হাসনা বেগম নামের এক আত্মীয় তাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করেন বখাটে সবুজ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত হাসনা বেগমকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ সুপার জিহাদুল কবির জানান, নিহত মোয়াজ্জেম শেখের মেয়েকে উদ্ধারে পুলিশ কাজ করছে। একইসাথে পুলিশ ঘাতক সবুজকে ধরতে বিশেষ অভিযান চালাচ্ছে। আশা করছি খুব শিগগির নারীকে উদ্ধার ও ঘাতককে গ্রেপ্তার করতে সক্ষম হবে পুলিশ।