আকাশ স্পোর্টস ডেস্ক:
টেস্ট ক্রিকেটে দুর্দান্ত এক মাইলফলক স্পর্শ করেছেন শ্রীলঙ্কার স্পিনার রঙ্গনা হেরাথ। গতকাল পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের শেষ দিনে ৪০০ উইকেট নেওয়ার গৌরব অর্জন করেছেন তিনি। উইকেটের চার শতক পূর্ণ করতে হেরাথ খেলেছেন ৮৪টি টেস্ট।
আবুধাবিতে অনুষ্ঠিত প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে ২১ রানের নাটকীয় জয় পায় শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে হেরাথ ৪৩ রানের বিনিময়ে নেন ৬ উইকেট। আর এই টেস্টের দুই ইনিংস মিলিয়ে পান ১১টি উইকেট। দারুণ এই নৈপুণ্যের পর এই লঙ্কান বাঁহাতি স্পিনার বলেন, এর পুরো কৃতিত্ব আমার পেছনে যে মানুষগুলো আছেন তাদের। যার মধ্যে বাবা-মা থেকে শুরু করে দল ও সহযোগী স্টাফরাও রয়েছেন।
দুই দলের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট দুবাইতে আগামী শুক্রবার শুরু হবে। ওই টেস্ট ম্যাচটি হবে দিবা-রাত্রি।
আকাশ নিউজ ডেস্ক 

























