অাকাশ জাতীয় ডেস্ক:
নাটোরের বাগাতিপাড়ায় ময়নাতদন্ত ছাড়াই দীপা আক্তার নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর মরদেহ দাফনের ৮৩ দিন পরে কবর থেকে উত্তোলন করেছে প্রশাসন। সোমবার দুুপুরে বাগাতিপাড়ার হিজলী পাবনাপাড়া ফুফার বাড়ির উঠান থেকে আদালতের নির্দেশে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহটি উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খায়রুল ইসলাম জানান, গত ১০ জুলাই দীপা আক্তার আত্মহত্যা করে। ঘটনার ২৭ দিন পর ৭ আগষ্ট দীপার মা আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ফুফা আব্বাস আলীর বিরুদ্ধে থানায় মামলা করেন।
এরই পরিপ্রেক্ষিতে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক মুহা. হাসানুজ্জামানের আদালত দীপা আক্তারের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রদানের জন্য নির্দেশ দেন।
পরে সোমবার দুপুরে বাগাতিপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাবীব জিতুর উপস্থিতিতে মরদেহটি উত্তোলন করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 
























