অাকাশ নিউজ ডেস্ক:
জান্নাতুল নাঈম এভ্রিলের খেতাব বাতিল করেছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ এর আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজ ও অমিকন এন্টারটেইনমেন্ট।
সোমবার (২ অক্টোবর) অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তাছাড়া আগামীকাল বুধবার ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ এর নতুন বিজয়ীর নাম ঘোষণা করা হবে বলেও তিনি জানিয়েছেন।
জান্নাতুল নাঈম এভ্রিলকে ‘অযোগ্য’ ঘোষণা দিয়ে নতুন বিজয়ীর নাম প্রকাশ করতে যাচ্ছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার যৌথ আয়োজক অন্তর শোবিজ ও অমিকন এন্টারটেইনমেন্ট।
আর এ উদ্দেশ্যে আগামীকাল (৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর হোটেল প্যানপ্যাসিফিক সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। যেখানে বিস্তারিত তুলে ধরবেন আয়োজকরা।
এদিকে, গত ২৯ সেপ্টেম্বর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির নবরাত্রি মিলনায়তনে ঘোষণা করা হয় ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর নাম। এরপর থেকেই আলোচনায় আছে পুরো আয়োজনটি। চূড়ান্ত অনুষ্ঠানে জন্মেছে নানা বির্তক।
প্রথমে সেসময় শীর্ষ ১০ প্রতিযোগীর মধ্যে জান্নাতুল সুমাইয়া হিমিকে বিজয়ী ঘোষণা করার কিছুক্ষণের মধ্যেই আয়োজকরা জানান, তিনি হয়েছেন দ্বিতীয় রানারআপ! পরে জান্নাতুল নাঈম এভ্রিলকে বিজয়ী ঘোষণা করা হয়। এরপর থেকে শোরগোল আরও বেড়েছে।
এদিকে অনেকে অভিযোগ তুলেছেন এভ্রিল ছিলেন আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের পছন্দ। তাই বিচারকদের নম্বর তোয়াক্কা না করেই এভ্রিলের নাম ঘোষণা করা হয়। জেসিয়া তখন হয়েছিলেন দ্বিতীয় রানারআপ। পরে তাকে প্রথম রানারআপ ঘোষণা করেন স্বপন চৌধুরী।
এবার সামাজিক যোগাযোগের মাধ্যমে এভ্রিলের বিয়ের ছবি ছড়িয়ে পড়লে পুরোপুরি বিব্রতকর অবস্থায় পড়েছেন অনেকে। তাই এভ্রিলের খেতাব বাতিল করেছে অন্তর শোবিজ ও অমিকন এন্টারটেইনমেন্ট।
অন্যদিকে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হিসেবে নতুন নাম ঘোষণা হতে যাচ্ছে জেসিয়া ইসলামের নাম। তবে জান্নাতুল সুমাইয়া হিমি প্রথমবার বিজয়ী ঘোষিত হলেও তিনি এ মুকুট পাবেন না।
আকাশ নিউজ ডেস্ক 

























