অাকাশ নিউজ ডেস্ক:
একদিনের ব্যবধানে নিউ ইয়র্কে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন আরও এক বাংলাদেশি। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঘরে ফেরার সময় একদল সন্ত্রাসীর হামলার শিকার হন শাহ আলম (৭২)। তিনি একজন মুক্তিযোদ্ধা বলে জানা গেছে।
সন্ত্রাসীরা এলোপাতাড়ি কিলঘুষি মারলে তিনি মাটিতে পড়ে যান। আহত শাহ আলম অবচেতন অবস্থায় রাস্তায় পড়েছিলেন। আশঙ্কাজনক অবস্থায় পুলিশ তাকে প্রথমে কুইন্স হাসপাতালে ভর্তি করে। অবস্থার আরও অবনতি হলে পরে তাকে এলমহার্স্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। এলমহার্স্ট হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। তার ঘাড় ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
শাহ আলমের স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। স্ত্রী ও ছোট মেয়ে নোভা (১৩) কে নিয়ে তিনি কুইন্সের জ্যামাইকার সাউথ রোড এলাকায় বসবাস করছেন। তার স্ত্রী ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী। শাহ আলমের দেশের বাড়ি কুষ্টিয়ার দৌলতগঞ্জের নজিবপুর গ্রামে।
আকাশ নিউজ ডেস্ক 

























