আকাশ স্পোর্টস ডেস্ক:
আয়ারল্যান্ডের প্রথম টেস্ট প্রতিপক্ষ হতে পারে পাকিস্তান। আগামী বছরের মে মাসে ইংল্যান্ড সফরে যাবে পাকিস্তান ক্রিকেট দল। ২৪ মে থকে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে পাকিস্তান। তার আগে ১০ মে মালাহিডে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলার ইচ্ছা পোষণ করেছে আয়ারল্যান্ডের ক্রিকেট অফিসিয়ালরা।
চলতি সপ্তাহে নিউজিল্যান্ডে আইসিসি বোর্ড মিটিং-এ এমন প্রস্তাব দিবে আয়ারল্যান্ডের ক্রিকেট কর্মকর্তারা। সেই সাথে এই বোর্ড মিটিং-এ পরবর্তী দুই বছরের জন্য বড় ফরম্যাটের জন্য নিজেদের সূচিও নির্ধারণ করবে আয়ারল্যান্ড।
উল্লেখ্য, চলমান বছরের ২২ জুন আফগানিস্তানের সাথে টেস্ট স্ট্যাটাস পায় আয়ারল্যান্ড।
আকাশ নিউজ ডেস্ক 

























