ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

দুবাইয়ের ‘নাইফ ফোর্ট’, পুরনো হাতিয়ারের সম্ভার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতের ইতিহাস ও ঐতিহ্যের একটি বড় অংশজুড়ে রয়েছে হাতিয়ার। এটা শুধু আত্মরক্ষার জন্যেই নয়, পুরনো রীতি অনুযায়ী নিজেকে সাজাতেও হাতিয়ারকে অলংকার হিসাবে ব্যবহার করতে হতো। পৃথিবীর সব দেশেই তো অস্ত্রের জাদুঘর দেখতে পারবেন। কিন্তু ইউএই-এর নাইফ ফোর্ট জাদুঘরটা একেবারেই ভিন্ন। ইতিহাসে আগ্রহী ভ্রমণপিয়াসীরা ভিড় করেন দুবাইয়ের নাইফ ফোর্টে।

এই দুর্গ গড়ে তোলা হয় ১৯৩৯ সালে। দেশটিতে অস্ত্র ব্যবহারের ইতিহাস, ঐহিত্য এবং তার বিবর্তন পুরোটাই তুলে ধরা হয়েছে একানে। সেখানে পুলিশের ইউনিফর্মের বিবর্তনও দেখানো হয়েছে। এমনকি যে ব্যাজ তারা ধারণ করতেন, তার চেহারা বদলও দেখতে পারবেন সেখানে।

সেই কোন আমলের ছুরি রয়েছে চিন্তাও করতে পারবেন না। ড্যাগারগুলো হাতল হাড় দিয়ে বানানো। সেখানে রূপার কারুকাজ। পঞ্চাশের দশকে অনার গার্ডসদের ব্যবহৃত তলোয়াড়গুলো সাজানো রয়েছে মিউজিয়ামে। আরেকটি বিখ্যাত তলোয়াড় কাতারা। একটু বাঁকানো এই অস্ত্রের ডগাতে রূপার নব লাগানো। পুরনো সব কুড়ালও রয়েছে।

ঢাল রয়েছে এখানে। এগুলো হাঙরের ত্বক দিয়ে তৈরি। দারুণ এক জিনিস! আশির দশকে জার্মানদের তৈরি মেশিন গানের দেখা এখানেই মিলবে। আরো আছে সত্তরের দশকের ব্রাউনিং বেলজিয়াম গান।

বন্দুকের সংগ্রহ তো বিশাল। জি৩ রাইফেল থেকে শুরু করে কিন, সুরফা আর বুফাতিলা রাইফেল আছে। দাঙ্গা প্রতিরোধের জন্য পুলিশ বাহিনীর ব্যবহৃত জিনিসপত্রই বা কেন বাদ যাবে? এগুলোও রাখা হয়েছে।

যদি দুবাই যান তো নাইফ ফোর্ট দেখতে ভুল করবেন না। শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত খোলা থাকে এই জাদুঘর। আর শুক্রবার দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত খোলা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

দুবাইয়ের ‘নাইফ ফোর্ট’, পুরনো হাতিয়ারের সম্ভার

আপডেট সময় ০২:২৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতের ইতিহাস ও ঐতিহ্যের একটি বড় অংশজুড়ে রয়েছে হাতিয়ার। এটা শুধু আত্মরক্ষার জন্যেই নয়, পুরনো রীতি অনুযায়ী নিজেকে সাজাতেও হাতিয়ারকে অলংকার হিসাবে ব্যবহার করতে হতো। পৃথিবীর সব দেশেই তো অস্ত্রের জাদুঘর দেখতে পারবেন। কিন্তু ইউএই-এর নাইফ ফোর্ট জাদুঘরটা একেবারেই ভিন্ন। ইতিহাসে আগ্রহী ভ্রমণপিয়াসীরা ভিড় করেন দুবাইয়ের নাইফ ফোর্টে।

এই দুর্গ গড়ে তোলা হয় ১৯৩৯ সালে। দেশটিতে অস্ত্র ব্যবহারের ইতিহাস, ঐহিত্য এবং তার বিবর্তন পুরোটাই তুলে ধরা হয়েছে একানে। সেখানে পুলিশের ইউনিফর্মের বিবর্তনও দেখানো হয়েছে। এমনকি যে ব্যাজ তারা ধারণ করতেন, তার চেহারা বদলও দেখতে পারবেন সেখানে।

সেই কোন আমলের ছুরি রয়েছে চিন্তাও করতে পারবেন না। ড্যাগারগুলো হাতল হাড় দিয়ে বানানো। সেখানে রূপার কারুকাজ। পঞ্চাশের দশকে অনার গার্ডসদের ব্যবহৃত তলোয়াড়গুলো সাজানো রয়েছে মিউজিয়ামে। আরেকটি বিখ্যাত তলোয়াড় কাতারা। একটু বাঁকানো এই অস্ত্রের ডগাতে রূপার নব লাগানো। পুরনো সব কুড়ালও রয়েছে।

ঢাল রয়েছে এখানে। এগুলো হাঙরের ত্বক দিয়ে তৈরি। দারুণ এক জিনিস! আশির দশকে জার্মানদের তৈরি মেশিন গানের দেখা এখানেই মিলবে। আরো আছে সত্তরের দশকের ব্রাউনিং বেলজিয়াম গান।

বন্দুকের সংগ্রহ তো বিশাল। জি৩ রাইফেল থেকে শুরু করে কিন, সুরফা আর বুফাতিলা রাইফেল আছে। দাঙ্গা প্রতিরোধের জন্য পুলিশ বাহিনীর ব্যবহৃত জিনিসপত্রই বা কেন বাদ যাবে? এগুলোও রাখা হয়েছে।

যদি দুবাই যান তো নাইফ ফোর্ট দেখতে ভুল করবেন না। শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত খোলা থাকে এই জাদুঘর। আর শুক্রবার দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত খোলা রয়েছে।