আকাশ স্পোর্টস ডেস্ক:
পাকিস্তানের অষ্টম খেলোয়াড় হিসেবে টেস্ট ক্রিকেটে ৫ হাজার রান ক্লাবের সদস্য হলেন সাবেক অধিনায়ক আজহার আলী। আবুধাবিতে শ্রীলংকার বিপক্ষে পাকিস্তানের প্রথম ইনিংসে ব্যাট হাতে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।
আবুধাবি টেস্ট খেলতে নামার আগে টেস্ট ক্রিকেটে আজহারের সংগ্রহ ছিলো ৬০ ম্যাচে ১১৪ ইনিংসে ৪৯৬৮ রান। অর্থাৎ ৫ হাজার রানের ক্লাবে প্রবেশ করতে আজহারের প্রয়োজন পড়ে ৩২ রান। পাকিস্তানের ইনিংসের ৮১তম ওভারের চতুর্থ বলে ১ রান নিয়ে ক্যারিয়ারে ৫ হাজার রান পূর্ণ করেন তিনি। পাকিস্তানের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে দ্রুত ৫ হাজার রান পূর্ণ করতে ১১৫ ইনিংস লেগেছে আজহারের।
আকাশ নিউজ ডেস্ক 

























