আকাশ বিনোদন ডেস্ক :
নিজের সিনেমা ‘দিন: দ্য ডে’ দেখতে চলচ্চিত্রের ৬৪ জন শিল্পীকে রাজধানীর একটি অভিজাত সিনেমা হলে দাওয়াত করেছিলেন অভিনেতা, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল। কিন্তু দুই-তিনজন ছাড়া তার দাওয়াতে সাড়া দেননি কোনো তারকা। তাই বলে মুখ ফুলিয়ে বসে থাকেননি অনন্ত। অভিমানও করেননি কারও সঙ্গে। তারই প্রমাণ দিলেন অন্যের সিনেমার প্রচার চালিয়ে।
রাত পোহালেই মুক্তি পাচ্ছে নাটক ও বিজ্ঞাপন নির্মাতা মেজবাউর রহমান সুমন পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘হাওয়া’। শুক্রবার থেকে ঢাকার স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাস’সহ সারাদেশের ২৪টি প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি। মুক্তিকে সামনে রেখে গত কয়েক দিন ধরেই জোর প্রচারণায় ব্যস্ত ‘হাওয়া’ টিম। তাদের সঙ্গে যোগ দিলেন অনন্ত জলিলও।
বৃহস্পতিবার এই ব্যবসায়ী তারকা তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক ভিডিও বার্তায় সবাইকে সিনেমা হলে গিয়ে পরিবারসহ ‘হাওয়া’ সিনেমাটি দেখার আহ্বান জানান।
ভিডিওতে অনন্ত জলিল বলেন, ‘হাওয়া’ সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ গানটি আমার খুব ভালো লেগেছে। সিনেমার পরিচালক মেজবাউর রহমান সুমন আমার খুব প্রিয় একজন মানুষ। তার পরিচালনায় গ্রামীণফোনের ‘অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ’ বিজ্ঞাপনে কাজ করেছিলাম। ‘হাওয়া’ তারই সিনেমা। আপনারা পরিবারসহ সিনেমাটি হলে গিয়ে দেখবেন।’
অনন্ত জলিলের এই কাজের প্রশংসা করেছেন সকলেই। অনেকে মন্তব্য করেছেন, অভিনেতা বড় মনের পরিচয় দিয়েছেন। সৈয়দা মারুফা ইয়াসমিন নামে একজন লিখেছেন, ‘ভাই আপনি অনেক দারুণ এবং প্রশংসনীয় একটা কাজ করলেন।’ ইব্রাহিম নামে একজন লিখেছেন, ‘ধন্যবাদ এত সুন্দর মানসিকতার পরিচয় দেওয়ার জন্য। ভালোবাসা অবিরাম।’
প্রসঙ্গত, মাঝসমুদ্রে ঘটে যাওয়া নানা ঘটনার ঘাত-প্রতিঘাতে গন্তব্যহীন হয়ে পড়া একটি মাছ ধরা ট্রলারের আটজন মাঝি-মাল্লা এবং এক রহস্যময় বেদেনীকে ঘিরে আবর্তিত হয়েছে ‘হাওয়া’ সিনেমার গল্প। মেজবাউর রহমান সুমনের অভিষেক এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, নাজিফা তুষি, সোহেল মন্ডল, সুমন আনোয়ারসহ অনেকে।
আকাশ নিউজ ডেস্ক 

























